Inqilab Logo

বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

যাত্রাবাড়ী থেকে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৮, ৮:৫৭ এএম

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া থেকে শাহেদ (৩৫) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত বুধবার শনির আখড়ার ২৪ ফুট এলাকা থেকে পিবিআই ঢাকা মেট্রোর একটি দল তাকে গ্রেফতার করে।

পিটিআইয়ের বিশেষ পুলিশ সুপার (ঢাকা মেট্রো) আবুল কালাম আজাদ বলেন, শাহেদ দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে। সে কক্সবাজার থেকে বাসের চালক-হেলপারদের মাধ্যমে ইয়াবার চালান এনে ঢাকা ও আশপাশের এলাকায় বিক্রি করাতো। কখনো নিজে লেনদেন না করে নেপথ্যে থেকে অন্যদের মাধ্যমে ইয়াবা বিক্রি করাতো। তিনি বলেন, গত ১ মে ঢাকা-কক্সবাজার মহাসড়কে রয়েল পরিবহনের একটি বাসের চালক মনির হোসেন তাঁর সহকারী নবীন হোসেনের মাধ্যমে প্রায় ৩০ হাজার ইয়াবা আনে শাহেদ। ইয়াবার চালানটি হস্তান্তরের সময় মনির ও নবীন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) ও ঢাকা মহানগর পুলিশের হাতে আটক হয়। এর পরে পাঁচ মাস ধরে চেষ্টা করেও মূল হোতা শাহেদকে ধরা যায়নি। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ