মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী ৬ নভেম্বরে মার্কিন কংগ্রেস নির্বাচনের পর তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দ্বিতীয় বৈঠকে বসবেন। আইওয়ায় রাজনৈতিক সমাবেশে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, “মধ্যবর্তী নির্বাচনের পর বৈঠক হবে। এখন আমি যেতে পারছি না।” এর আগে ট্রাম্প সাংবাদিকদেরকে কিমের সঙ্গে ফের বৈঠক করার পরিকল্পনা চলছে এবং উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনাতেও ‘অভাবনীয়’ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছিলেন। তিনি জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ সপ্তাহে পিয়ংইয়ং সফরকালে কিমের সঙ্গে ভালভাবেই আলোচনা করেছেন। আর বৈঠকের জন্য তিন/চারটি স্থানের কথা ভাবা হচ্ছে। তাছাড়া, যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়া দুপক্ষই দ্বিতীয় বৈঠকের খুঁটিনাটি বিষয় নিয়ে মতৈক্যের কাছাকাছি পৌঁছে গেছে বলে গত সোমবার জানান পম্পেও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিমের প্রথম বৈঠকটি হয়েছিল গত ১২ জুনে সিঙ্গাপুরে। ওই বৈঠকে কিম কোরিয়া উপদ্বীপ পারমাণবিক অস্ত্র মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর উত্তর কোরিয়া পারমাণবিক নিরস্ত্রীকরণের কাজ শুরু করলেও তাতে ধীরগতির কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অচলাবস্থা সৃষ্টি হয়। পরে কিম নিরস্ত্রীকরণ দ্রুত করার জন্য ফের শীর্ষ বৈঠকের আগ্রহ প্রকাশ করলে ট্রাম্প এতে সাড়া দেন। যুক্তরাষ্ট্র বলছে, উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণে এখনও অনেক কাজ বাকী থাকলেও চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর পথ তৈরি হয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।