Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রায় প্রত্যাখ্যান করে তারাকান্দায় বিএনপির বিক্ষোভ

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৮, ৪:৫০ পিএম

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় প্রত্যাখ্যান করে তারাকান্দায় বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপি
বুধবার দুপুরে আলোচিত এই মামলার রায় ঘোষণার আগে তারাকান্দা দলীয় কার্যালয়ে সংঘবদ্ধ হন দলীয় নেতাকর্মীরা। রায় ঘোষণার পরপরই বিক্ষোভ করে নেতাকর্মীরা।
বিক্ষোভ শেষে আয়োজিত তাৎক্ষণিক সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, ফরমাশি এই রায় আমরা মানি না। ষড়যন্ত্রমূলকভাবে এই রায়ের মাধ্যমে বিএনপিকে নেতৃত্বশূণ্য করার চক্রান্ত করা হচ্ছে। সরকারের ফরমাশি এই রায় আমরা প্রত্যাখ্যান করছি।
আরো বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হেকিম মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, মোস্তফা, মোখলেছুর রহমান আকন্দ, ইয়াছিন আলী, আব্দুল মান্নান, আব্দুল রাজ্জাক, মিন্টু সরকার, যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল মন্ডল, জেলা উত্তর ছাত্র দলের সহ-সভাপতি শহীদুল ইসলাম শহীদ, জাকারীয়া আলম, আজহারুল ইসলাম, আলমগীর হোসেন রকি, এইচএম জুয়েল, কলেজ ছাত্রদল নেতা জহিরুল হক আল-আমীন, সেচ্ছাসেবক দল নেতা ছায়াদুল হক মন্ডল, ফজলুল হক ও শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফজল মিয়া প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ