বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় প্রত্যাখ্যান করে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর বিএনপি।
বুধবার দুপুরে আলোচিত এই মামলার রায় ঘোষণার আগে সিলেট নগরের জেল রোড এলাকায় সংঘবদ্ধ হন দলীয় নেতাকর্মীরা। রায় ঘোষণার পরপরই সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত তাৎক্ষণিক সমাবেশে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ফরমাশি এই রায় আমরা মানি না। ষড়যন্ত্রমূলকভাবে এই রায়ের মাধ্যমে বিএনপিকে নেতৃত্বশূণ্য করার চক্রান্ত করা হচ্ছে। সরকারের ফরমাশি এই রায় আমরা প্রত্যাখ্যান করছি।
বিক্ষোভ মিছিলে মহানগর বিএনপির সহসভাপতি সিসিক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখ্ত সাদেক, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মাহবুবুল হক চৌধুরীসহ দলের বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।