Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৮, ৩:৩০ পিএম

২১ আগস্ট গ্রেনেড হামলায় হতাহতের ঘটনার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাদের সাজা দেওয়ায় সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি

বুধবার দুপুর সাড়ে ১২টায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি মিছিল বের করে জেলা বিএনপি। মিছিলটি কিছুদূর অগ্রসর হলে পুলিশ বাধা দেয়। বাধা পেয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপি নেতাকর্মীরা।

এ সময় বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুল হক আছপিয়া, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন। বক্তারা দাবি করেন, এই মামলায় তারেক রহমানসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করার লক্ষ্যে সাজা দেওয়া হয়েছে।

মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সেলিম উদ্দিন আহমদ, রেজাউল হক, আনিুসল হক, আ ত ম মিসবাহ, আনসার উদ্দিন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কয়েস প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ