Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় রিয়ালের আধিপত্য

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

২০১৮ সালের ব্যালন ডি’অরের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে ফরাসি সাময়িকী ‘ফ্রেঞ্চ ফুটবল’।
গতপরশু রাতে ঘোষিত এ তালিকায় আধিপত্য দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটির আটজন খেলোয়াড় জায়গা পেয়েছেন ৩০ জনের তালিকায়।

গত দশ বছর ধরেই পুরস্কারটা ভাগাভাগি করছেন বিশ্বের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। দুজনের এবারও আছেন তালিকায়। এ দুজনের বাইরে সবশেষ ২০০৭ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন ব্রাজিলের কাকা।

এ বছর ফিফা বর্ষসেরার পুরস্কার জেতা লুকা মডরিচও আছেন তালিকায়। গত বছর ব্যালন ডি’অর জিতেছিলেন রোনালদো।

৩০ জনের তালিকাটা পরে নেমে আসবে তিনজনে। আর আগামী ৩ ডিসেম্বর প্যারিসে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।

৩০ জনের সংক্ষিপ্ত তালিকা: সার্জিও আগুয়েরো, অ্যালিসন, গ্যারেথ বেল, করিম বেনজেমা, কেভিন ডি ব্রুইন, এডিনসন কাভানি, থিবো কোর্তোয়া, রবার্তো ফিরমিনো, দিয়েগো গডিন, আঁতোয়ান গ্রিজমান, এডেন হ্যাজার্ড, ইসকো, হ্যারি কেইন, এন’গলো কন্তে, হুগো লরিস, মারিও মানজুকিচ, সাদিও মানে, মার্সেলো, কিলিয়ান এমবাপে, লিওনেল মেসি, লুকা মড্রিচ, নেইমার, জেন অবলাক, পল পগবা, ক্রিশ্চিয়ানো রোনালদো, ইভান রাকিটিচ, সার্জিও রামোস, মোহাম্মদ সালাহ, লুইস সুয়ারেজ, রাফায়েল ভারানে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিয়াল

২১ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ