মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের ছত্তিশগড় রাজ্যের ভিলাইয়ে একটি স্টিল কারখানায় বিস্ফোরণে অন্তত নয়জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৪ জন। মঙ্গলবার সকালে ভিলাই স্টিল প্ল্যান্টে গ্যাস পাইপলাইনের বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।
সংবাদ মাধ্যম সূত্র জানায়, ছত্তীসগঢ়ের রাইপুর থেকে ৩০ কিলোমিটার দূরে ভিলাইয়ের স্টিল প্ল্যান্টের কোক ওভেন সেকশনের কাছে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের সময় কারখানায় প্রচুর কর্মী উপস্থিত ছিলেন।
পুলিশের আইজি জিপি সিং জানিয়েছেন, বিস্ফোরণে আগুনে পুড়ে ৯ জনের মৃত্যু হয়েছে। আহতদের বেশীরভাগের অবস্থাই আশঙ্কাজনক। তাদেরকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কারখানাটি নিয়ন্ত্রন করে ভারতের রাষ্ট্রীয় স্টীল অথরিটি অব ইন্ডিয়া (সেইল)। এই কারখানা থেকেই ভারতের রেললাইন প্রস্তুত করা হয়। এর আগে ২০১৪ সালে জুনে ভিলাইয়ের স্টিল প্ল্যান্টে একইভাবে বিস্ফোরণ হয়ে ৬ জন নিহত হয়েছিলেন। সূত্র: এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।