Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পথশিশু ট্রাস্ট চাই

| প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

আমাদের সমাজ ব্যবস্থায় পথশিশুদের তেমন মূল্যায়ন করা হয় না। তাদের সোনালি ভবিষ্যৎ যেন মিলিয়ে যাচ্ছে ক্ষুধার জ্বালায়, মাদকের নেশায়, প্রখর রোদে ও হাড় কাঁপানো শীতের দাপটে। বাংলাদেশে তাদের সংখ্যা কত তার সঠিক হিসাব আমরা নিশ্চিত করে বলতে পারব না। তবে পত্রিকার মাধ্যমে জানা যায়, অধিকারবঞ্চিত পথশিশুদের সংখ্যা বেড়েই চলছে। বিআইডিএস ও ইউনিসেফের ২০০৫ সালের গবেষণা অনুযায়ী দেশে ১১ লাখ ৭৯ হাজার ৭২৮ জন পথশিশু রয়েছে। এভাবে চলতে থাকলে ২০২৪ সাল নাগাদ এ সংখ্যা দাঁড়াবে ১৬ লাখ ১৫ হাজার ৩৩০ জনে। পরিসংখ্যান যাই হোক, আমরা ১৬ কোটি ১০ লাখ মানুষ কি পারি না ওদের অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনতে! অবশ্যই পারব যদি আমাদের সবার মনে ওদের জন্য একটু ভালোবাসা, সহানুভূতি, আন্তরিকতা থাকে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ, পথশিশু রোধে ট্রাস্ট খুলুন। যেখানে সর্বসাধারণ প্রযুক্তি বা অন্যান্য মাধ্যমে সাহায্য-সহযোগিতা করতে পারে। এতে পথশিশুদের উপকার হবে এবং এ দেশ থেকে মুক্ত হবে পথশিশু নামের অভিশপ্ত নামটি।
মো. শামীম মিয়া
আমদিরপাড়া, জুমারবাড়ী, সাঘাটা, গাইবান্ধা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পথশিশু

২ অক্টোবর, ২০২১
১০ অক্টোবর, ২০১৮

আরও
আরও পড়ুন