বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদের কোম্পানীগঞ্জস্থ বাসায় হামলা ভাঙচুর ও বিএনপির ৩ নেতাকে আটকের প্রতিবাদে নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার জেলা শহরস্থ বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহানের বাসভবনে সংবাদ সম্মেলন করে কবিরহাট উপজেলা ও পৌর বিএনপির। এ সময় জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দর বিএসসি, সাধারন সম্পাদক এডভোকেট আবদুর রহমানসহ উপজেলা ও পৌর নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
উল্লেখ্য গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে মুখোশধারী ও মাথায় হেলমেট পরা ৩০/৩৫ জন সশস্ত্র দুর্বৃত্ত ব্যারিষ্টার মওদুদ আহমদ এর গ্রামের বাড়ীতে হামলা করে ব্যাপক ভাংচুর করে। এ সময় বাড়ীর কলাপসিবল গেটের তালা ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হয়। বাড়ীর সামনে মাদ্রাসার প্রাঙ্গনে পোস্টার ও ব্যানার ভাংচুর করে।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ বলেন, এটি রাজনৈতিক শিষ্ঠাচার বর্হিঃভূত। আমরা উক্ত ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবী জানাই। ঘটনার সাথে জড়িত আইনে আওতায় এনে বিচারের দাবীও করেন তারা।
বসুরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন জানান, উক্ত ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে পুলিশ আমাদের তিন নেতাকর্মী আটক করছে,তারা হলো বিএনপির নেতা আবদুল হাই, শাহজাহান ও মেছবাহ উদ্দিন সৈকত। এছাড়া বিএনপির ৩৩ জন নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।