Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নয়াপল্টন থেকে ৫ বিএনপি নেতা আটকের অভিযোগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

নয়াপল্টনের ক্যাপিটাল রেস্টুরেন্ট থেকে মাদারীপুর জেলা বিএনপিসাধারণ সম্পাদকসহ ৫ জনকে আটকের অভিযোগ করেছে দলটি। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, মাদারীপুর জেলা বিএনপিসাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান ঢাকায় এসেছিলেন চিকিৎসার জন্য। বাতের ব্যথায় ভুগছিলেন তিনি। গতকাল (সোমবার) একটি বেসরকারি হাসপাতালে রক্ত পরীক্ষার নমুনা দেয়ার পর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। সেখানে দলীয় কিছু কাজ শেষে তিনি দুপুরে খাওয়ার জন্য যান পাশের ক্যাপিটাল রেস্টুরেন্টে। হোটেল বয় টেবিলে ভাত দিয়ে তরকারি আনতে যান। এসে দেখেন সাদা পোশাক পরিহিত কয়েকজন গোয়েন্দা পুলিশ (ডিবি) খেতে আসা লোকদেরকে বলেন, আপনাদেরকে পল্টন থানায় যেতে হবে। এই বলেই জাহান্দার আলী জাহানসহ তার সাথে থাকা ৫ জনকে ধরে নিয়ে থানায় যান। অন্যরা হলেন- মাদারীপুরের মাদবর চর ইউনিয়ন বিএনপির সভাপতি ইথু চৌধুরী, ভদ্রাসন ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল মাদবর, দত্তপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাবুবুল হক হিরু অন্যদের নাম জানা যায়নি। এবিষয়ে জানতে পল্টন থাকায় যোগাযোগ করলে পুলিশ আটকের বিষয়টি অস্বীকার করেন। এদিকে মাদারীপুর জেলা বিএনপির সেক্রেটারি জাহান্দার আলীসহ নেতৃবৃন্দকে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তাদের নি:শর্ত মুক্তি দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ