মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের বিভিন্নস্থানে বসবাসরত প্রায় ১৮ হাজার রোহিঙ্গা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএিইচসিআর’র নিবন্ধন করেছে। জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন ইউএনএইচসিআর’র ভারতীয় কার্যালয়ে শরণার্থী বা রাজনৈতিক আশ্রয়প্রার্থী হিসেবে এসব রোহিঙ্গার নিবন্ধন রয়েছে। সম্প্রতি ভারত থেকে সাত রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো নিয়ে উদ্বেগের মধ্যে এতথ্য জানালো সংস্থাটি। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ধারণা দেশটিতে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা বসবাস করছে। এদিকে, গত শুক্রবার সাত রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিভিন্ন উদ্বাস্তু শিবিরে বসবাসরত রোহিঙ্গারা। তারা জানিয়ে দিয়েছে, যতদিন মিয়ানমারে শান্তি ফিরে না আসবে ততদিন তারা দেশে ফিরে যাবে না। শনিবার এএনআই’কে এক রোহিঙ্গা উদ্বাস্তু মোহাম্মদ ফারুক বলেন, আমি ২০১২ সাল থেকে এখানে পড়ে আছি। আমি শুধু সরকারকে বলবো যেন আমাদেরকে এখানে থাকতে দেয়া হয়। আমরা নিজ দেশে অনেক দুর্ভোগের শিকার হয়েছি। আমরা লোভে পড়ে দেশ ছেড়ে আসিনি। আমরা নিজের দেশ ছেড়ে আসতে চাইনি। ফারুক আরো বলেন, যেসব রোহিঙ্গাকে ভারত সরকার ফেরত পাঠিয়েছে তাদেরকে শিগগিরই হত্যা করা হবে। এখানে সরকার ও জাতিসংঘের কাছে আমাদের রেকর্ড রয়েছে। পুলিশ আমাদের কাছে একটি ফরম নিয়ে এসেছিলো পূরণ করার জন্য, কিন্তু সেটা বর্মি ভাষায় লেখা তাই আমরা প্রত্যাখ্যান করেছি। যে সাতজনকে ফেরত পাঠানো হয়েছে তারা বেশিদিন বাঁচবে না। তাদেরকে হত্যা করা হবে। আরেক উদ্বাস্তু হারুন একই মনোভাব প্রকাশ করে বলেন, আমরা এখানে ২০০৫ সাল থেকে আছি। সরকার আমাদেরকে দীর্ঘমেয়াদি ভিসা দেয়া ছাড়া আর কোন সাহায্য করেনি। ২০১৭ সাল থেকে ভিসা নবায়নও বন্ধ রেখেছে। এর আগে পাঁচবার নবায়ন করা হয়েছে। আমরা সরকারকে অনুরোধ করবো যে আমাদের দেশে এখনো শান্তি আসেনি। সেখানে এখনো বাড়িঘর পুড়িয়ে দেয়া হচ্ছে। এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।