মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জয় বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বিজেপিকে ২০৪৪ সাল পর্যন্ত কেউ সরাতে পারবে না। তবে এই ভিত মজবুত করার জন্য ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির জয়লাভ এবং নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হওয়া আবশ্যক।” রবিবার এক কর্মী সম্মেলনে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।
দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে বঙ্গ বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটির দুই সদস্য মুকুল রায় এবং জয় বন্দ্যোপাধ্যায়। সে সময় কর্মীদের উদ্দেশ্যে জয় বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত আবার জগতসভায় শ্রেষ্ঠ আসন পাবে। এর জন্য ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে জিতিয়ে মোদিকে প্রধানমন্ত্রী করতে হবে।” তিনি আরও বলেন, “২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি জিতলে আগামী ২৫ বছরে আমাদের আর কোনও প্রতিদ্বন্দ্বী ভারতে থাকবে না।”
২০১৯ সালে সপ্তদশ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ওই নির্বাচনে জেতার কথা বলেছেন জয় বন্দ্যোপাধ্যায়। যার অর্থ ওই নির্বাচনের পর বিজেপি ক্ষমতা দখল করতে পারলে ২০৪৪ সাল পর্যন্ত দেশের শাসনভার বিজেপির হাতেই থাকবে। তবে তারপরে কী হবে সে বিষয়ে কিছু বলেননি জয়। সূত্র: এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।