Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটিয়ায় আ.লীগের প্রতিনিধি সম্মেলন

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

পটিয়া উপজেলায় আগামী সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন ইউনিয়নে প্রতিনিধি সম্মেলন চলছে। এ উপলক্ষে গতকাল খরনা ই্উনিয়ন আ.লীগের উদ্যোগে এক প্রতিনিধি সম্মেলন মুজাফরাবাদ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। এতে সভাপতিত্ব করেন খরনা ইউনিয়ন আ.লীগের সভাপতি সামশুল আলম। সাধারণ সম্পাদক জয় প্রকাশ দত্তের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগ সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা আ.লীগ নেতা দেবব্রত দাশ দেবু।

প্রধান বক্তা ছিলেন, পটিয়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌরমেয়র অধ্যাপক হারুনুর রশিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খরনা ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান, আ.লীগ নেতা বদিউল আলম মাস্টার, বিধান রায় চৌধুরী, আবদুল খালেক চেয়ারম্যান, আলমগীর খালেদ, মফজল আহমদ চৌধুরী, গোলাম সরোয়ার চৌধুরী মুরাদ, নাজিম উদ্দিন পারভেজ, আবদুল হান্নান চৌধুরী লিটন, নাছির উদ্দিন, মাহাবুল বশর, কবির আহমদ সওদাগর, মুক্তিযোদ্ধা আবদুল গফুর, পটিয়া উপজেলা যুবলীগ সভাপতি বেলাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি হাসান উল্লাহ, সাধারণ সম্পাদক এম এ রহিম, পৌরসভা যুবলীগ সভাপতি নুর আলম ছিদ্দিকী, যুবলীগ নেতা এনামুল হক মজুমদার, বাপ্পী চৌধুরী ছাত্রলীগ নেতা নাজমুল সাকের ছিদ্দিকী, সাজ্জাতুল বশর, মাঈমুন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের আগে প্রধান অতিথি সামশুল হক চৌধুরী এমপি প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত মুজাফরাবাদ কলেজের চারতলা শিক্ষাভবনের উদ্বোধন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ.লীগ

১২ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ