Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিরলে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে ৩ জন আহত

বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৮, ৫:৩৯ পিএম

দিনাজপুরের বিরলে জমি-জমা বিরোধের জের ধরে সংঘর্ষে ৩ জন আহত হয়েছে।
জানাগেছে, রোববার সকালে ৮ টার দিকে উপজেলার ভান্ডারা ইউপি’র রামপুর দক্ষিণ পাড়া গ্রামের মৃত সাবাজদ্দীনের পুত্র মহসীন আলীর ভোগ দোখলীয় জমি জবর দোখল করতে আসে প্রতিপক্ষ একই গ্রামের সেরাজ উদ্দীনের পুত্র মহিদুল ইসলাম ও তার লোকজন। এসময় মহসীন ও তার বড়ভাই ইয়াচিন আলী বাঁধা দিতে গেলে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের ৩ জন আহত হন। আহতরা হলেন, মহসীন আলী (৩৫) তার বড়ভাই ইয়াচিন আলী (৪০) ও প্রতিপক্ষ মহিদুল ইসলাম (৪৫)। আহতদের মধ্যে মহসীন ও তার বড়ভাই ইয়াচিন আলী বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মহিদুল ইসলাম দিনাজপুর এম, আব্দুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিকালে এ রিপোর্ট লিখা পর্যন্ত বিরল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ