Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

যশোরে মাদক ব্যবসায়ীকে গণধোলাই, ফেনসিডিল ভর্তি ট্যাক্সি আটক

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৮, ৪:১৭ পিএম

যশোর শহরতলীর ঝুমঝুমপুরে রোববার সকালে গণধোলাইয়ে মাদক ব্যবসায়ী সাহেব আলী (২৫) আহত হয়েছেন। তার বাড়ি সীমান্তবর্তী শার্শায়। তার কাছ থেকে ২শ’৫০ বোতল ফেনসিডিলসহ একটি ট্যাক্সি উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সীমান্ত থেকে মারুতি ট্যাক্সিতে ২শতাধিক বোতল ফেসিডিল নিয়ে দু’জন মাদক ব্যবসায়ী নড়াইল রোডে যাচ্ছে পুলিশ এমন গোপন খবর পেয়ে রাস্তায় ব্যারিকেড দেয়। পুলিশকে দেখে তারা পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় পুলিশের পাশাপাশি জনতা ধাওয়া করে। পরক্ষণেই ট্যাক্সির চাকা খুলে যাওয়ায় জনতা ঘিরে ফেলে। অবস্থা বেগতিক দেখে একজন মাদক ব্যবসায়ী গুলী ছুঁড়ে দৌড়ে পালায়। অপর মাদক ব্যবসায়ী পাকড়াও করে গণধোলাই শেষে পুলিশের হাতে দেয় বলে দৈনিক ইনকিলাবকে জানালেন কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ অপূর্ব হাসান। আহত মাদক ব্যবসায়ীকে যশোর ২৫০ বেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণধোলাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ