মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চলতি মাসের ৫ তারিখ শুক্রবার ভারতের কেরালা রাজ্যের মালায়ালামের প্রখ্যাত লেখক এবং সমাজ কর্মী কামাল সি চাভেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কামাল চাভেরা রাজ্যটির আরেক সমাজ কর্মী সাবেক নকশাল নেতা নাজমাল বাবুকে দাহ করার প্রতিবাদে ইসলাম ধর্ম গ্রহণ করেন। গত মঙ্গলবার সাবেক এই নকশাল নেতার মৃত্যুবরণ করেছিলেন।
কামাল চাভেরা শুক্রবার কেরালা রাজ্যের সচিবালয়ের সামনে চলমান এক বিক্ষোভে ইসলাম ধর্ম গ্রহণ করার কথা ঘোষণা করেন এবং এসময় তিনি নিজের নাম পাল্টে কামাল সি নাজমাল রাখেন। পরবর্তীতে তিনি সহ অন্যান্যরা ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী নাজমাল বাবুর মৃত দেহের ‘জানাযা’ নামায আদায় করেন।
কামাল চাভেরা গত মঙ্গলবার তার ফেইসবুক একাউন্টে ইসলাম ধর্ম গ্রহণের কারণ সম্পর্কে উল্লেখ করে বলেন, সাবেক সমাজ কর্মী নাজমাল বাবুর শেষ ইচ্ছা অনুযায়ী তাকে চেরামান পেরুমাল মসজিদের কবরস্থানে কবরস্থ না করার প্রতিবাদে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
প্রসঙ্গত, ২০১৩ সালে নাজমাল বাবু তার জীবদ্দশায় চেরামান পেরুমাল মসজিদ কর্তৃপক্ষের নিকট তাকে মসজিদের কবরস্থানে কবরস্থ করার জন্য একটি লিখিত আবেদন জানিয়েছিলেন।
টিএন জয় নামে পরিচিতি পাওয়া নাজমাল বাবু সামাজিক বৈষম্যের প্রতিবাদে ২০১৫ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার ইসলাম ধর্ম গ্রহণের পরে কেরালা রাজ্যের বুদ্ধিজীবী মহলে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছিলো।
নাজমাল বাবু ১৯৭০ সালের নকশাল আন্দোলনের অন্যতম শীর্ষ নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন। নকশাল আন্দোলনের জেরে তিনি দীর্ঘকাল কারাভোগ করেছিলেন। জরুরি অবস্থা চলাকালীন সময়ে আটক ব্যক্তিদের জন্য পেনশনের দাবী আদায়ের আন্দোলন করে তিনি বেশ পরিচিতি পেয়েছিলেন।
ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে কামাল তার ফেইসবুক একাউন্টে লিখেন, ‘আমি ইসলামের প্রতি দুর্বল হয়েছিলাম থিরুভানাথানপুরামে হিন্দু বিরোধী ধর্ম নিরপেক্ষতা বাদীদের এক প্রতিবাদ সভায় যোগদানের মাধ্যমে। নাজমাল বাবুর শেষ ইচ্ছা অনুযায়ী তাকে ইসলাম ধর্মের রীতি অনুযায়ী চেরামান মসজিদের কবরস্থানে কবরস্থ না করে হিন্দু রীতিতে দাহ করার প্রতিবাদে হিন্দু বিরোধী নিরপেক্ষতা বাদীরা ওই সভার আয়োজন করেছিল।’
তিনি আরো যুক্ত করে বলেন, ‘এর প্রতিবাদে একটি র্যালী বের করা হয় এবং সমাজ কর্মীরা হিন্দু ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পরে আমি একটি মসজিদে যাই এবং সেখানে জুমার নামাজে অংশগ্রহণ করি। আমি বিশ্বাসীদের সাথে প্রার্থনায় অংশগ্রহণ করতে চেয়েছিলাম। একজন নও মুসলিমের প্রতি সেখানে অন্য মুসলিম ভাইয়েরা যে আন্তরিকতা দেখিয়েছিল তাতে আমি বিমুগ্ধ হয়ে গিয়েছিলাম।’
এর পূর্বে কামাল চাভেরা ভারতে ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেয়াকে একটি বৈপ্লবিক কাজ বলে আখ্যায়িত করেছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।