মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লু মেয়ার বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহালের ফলে ইউরোপের সামনে আমেরিকার কাছ থেকে আলাদা হয়ে স্বতন্ত্র অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। তিনি আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহিত নীতির সমালোচনা করে বলেন, আমেরিকার ক্ষমতার শীর্ষে ট্রাম্পের উপস্থিতি ‘ইউরোপীয় নেতাদের মধ্যে আরো শক্তিশালী অবস্থান গ্রহণ করার’ স্পৃহা সৃষ্টি করেছে। ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বহালের প্রতি ইঙ্গিত করে ফ্রান্সের অর্থমন্ত্রী বলেন, “নিঃসন্দেহে ইরানের সঙ্গে আমেরিকার সংকট ইউরোপকে স্বাধীন অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে যেসব প্রতিষ্ঠানের মাধ্যমে ইউরোপ যার সঙ্গে খুশি বাণিজ্য করতে পারে।” স¤প্রতি তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানী, ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়া ও চীন নিউ ইয়র্কে ইরানের সঙ্গে এক বৈঠক করে। বৈঠকে ওইসব দেশ ঘোষণা করে, আগামী মাসে ইরানের ওপর আমেরিকার তেল ও ব্যাংকিং নিষেধাজ্ঞা চালু হওয়ার আগেই তেহরানের সঙ্গে লেনদেনের জন্য একটি নয়া অর্থনৈতিক ব্যবস্থা চালু করা হবে। ফ্রান্সের অর্থমন্ত্রী এ সম্পর্কে আরো বলেছেন, “আমরা ইরানের সঙ্গে ব্যবসা করতে পাব কিনা সে সিদ্ধান্ত আর আমেরিকাকে নিতে দেয়া হবে না।” পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।