বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহাম্মেদ বলেছেন, দেশের উন্নয়নে আলেম সমাজের কোনো বিকল্প নেই। আলেমদের পেছনে ফেলে দেশের উন্নয়ন সম্ভব না। আর আলেমরাই পারবে দেশ থেকে দুর্নীতি, মাদক ও জঙ্গীবাদমুক্ত একটি সুন্দর রাষ্ট্র গড়ে তুলতে। গতকাল শুক্রবার সন্ধ্যায় স্থানীয় পৌর পাঠাগার মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস মুক্তাগাছা উপজেলা শাখার উদ্যোগে উলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে মুক্তাগাছা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতী হাবিবুর রহমানকে সবার সামনে পরিচয় করিয়ে দেন। প্রধান অতিথি মাওলানা জালাল উদ্দিন আহাম্মেদ আরও বলেন, খেলাফত মজলিস জাতীয় পার্টির সাথে জোট বেঁধেছে। আগামী নির্বাচন ওই জোট থেকে খেলাফত মজলিস অংশ নেবে। এ জন্য তিনি সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে কাজ করতে হবে।
পীরে কামেল শায়খুল হাদিস আল্লামা আব্দুল হকের সভাপতিত্বে ও মাওলানা ইব্রাহীমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল ওয়াহহাব, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা লাবীব আব্দুল্লাহ, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা মুফতী আকরাম হোসাইন, মাওলানা আব্দুল আজিজ, মাওলান রুকন উদ্দিন, মাওলানা আব্দুল মালেক, মাওলানা হাফেজ তাজুল ইসলাম, মাওলানা ওয়ালী উল্লাহ্, মাওলানা হাফিজুর রহমান প্রমুখ। এর আগে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। স্থানীয় ও ঢাকার শিল্পীরা এতে অংশ নেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।