মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের প্রধান মেং হংওয়েই চীনে নিখোঁজ হয়েছেন। গত মাসে তার স্ত্রী ফ্রান্সের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করলে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে বলে জানায় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
দ্যা টেলিগ্রাফ পত্রিকা এক প্রতিবেদনে এ খবর দিয়ে জানিয়েছে, হংওয়েই ফ্রান্সের লিওন শহরে অবস্থিত ইন্টারপোলের সদর দপ্তর থেকে চীনের উদ্দেশ্যে যাত্রা করার পর থেকেই নিখোঁজ রয়েছেন। এরপর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিছিন্ন হয়ে যায়।
এমনকি তার অবস্থান সম্পর্কে কোন তথ্যও জানে না তার পরিবার। মেং হংওয়েই ২০১৬ সালে ইন্টারপোলের প্রধান হিসেবে আসীন হবার পর আগে চীনের পাবলিক নিরাপত্তা বিভাগের উপমন্ত্রী এবং কাউন্টার টেররিজম অফিসের কন্ট্রোল কমিশন ও কোস্ট গার্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইন্টারপোলের প্রধান নিখোঁজ হওয়া প্রসঙ্গে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ তাদের উদ্বেগ প্রকাশ করলেও এখনও পর্যন্ত ইন্টারপোলের মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।