মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুমি কর বাবদ আগেই জ্বালানি তেলের ১০টাকা বাড়িয়েছ। আমি কমিয়েছি। আগে ওই ১০ টাকা কমাও। তারপর কথা। তুমি বাড়াবে আর আমি কমাব? ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির উদ্দেশে এসব প্রশ্ন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাজ্যগুলোকে লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম আড়াই টাকা কমাতে বলার প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলো কেন্দ্রের কথায় চলতে পারে। কিন্তু, অন্যরা সেভাবে চলবে না। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ইতোমধ্যে অনেকটা কমে গেছে। তবু অপ্রয়োজনীয়ভাবে কেন্দ্র দেশের মধ্যে দাম বাড়িয়ে চলেছে পেট্রোল ও ডিজেলের। তিনি বলেন, অন্যরা(বিজেপি শাসিত রাজ্য বাদে অন্যান্য রাজ্য) তোমার চাকর নয়। তোমরা যে দশ টাকা বাড়িয়েছিলে, আগে সেটা কমিয়ে দেখাও। তারপর কথা বলতে আস। আমরা তো তেলের দাম বাড়াইনি। বাড়িয়েছ তুমি। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলোকে নিজেদের পকেটে পুরে রাখতে পারেন, কিন্তু অন্যদের পারবেন না। তোমাদের(বিজেপি) স্ট্র্যাটেজি হলো একশো শতাংশ দাম বাড়িয়ে দিয়ে নির্বাচনের কথা ভেবে মানুষকে বোকা বানানোর চেষ্টা করে অল্প একটু দাম কমানো। তিনি অভিযোগ করে বলেন, কেন্দ্র বিজেপি শাসিত রাজ্যগুলোকে টাকা দিয়েছিল। কিন্তু অন্য রাজ্যগুলোকে কোনও টাকা দিতেই চায়নি। এবিপি, এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।