Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এফডিসির উন্নয়নে নির্মিত হবে বিএফডিসি কমপ্লেক্স

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

পুরনো বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) স¤প্রসারণ ও আধুনিকীকরণ করতে সরকার বড় অংকের প্রকল্প অনুমোদন করেছে। প্রায় ৩২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বিএফডিসি কমপ্লেক্স। সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির অনুমোদন দেয়া হয়। বহুদিন ধরে চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টরা এ শিল্পের উন্নয়নে সরকারের উন্নয়নশীল পদক্ষেপের দাবি জানিয়ে আসছিলেন। এ প্রকল্প অনুমোদনের ফলে তার বাস্তবায়ন হতে যাচ্ছে। চলচ্চিত্র উন্নয়নে বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প শিঘ্রই বাস্তবায়ন হবে। সরকার আশা করছে, এ প্রকল্পের মাধ্যমে চলচ্চিত্র শিল্পকে স¤প্রসারণ, সুদৃঢ় করাসহ বিএফডিসিকে আর্থিক স্বনির্ভরকরণ ও প্রবৃদ্ধি অর্জন, বিএফডিসির মধ্যে বহুমুখী বহুতল ভবন নির্মাণের মাধ্যমে অবকাঠামোগত উন্নয়ন হবে। এছাড়াও ভবনের মধ্যে বিভিন্ন বাণিজ্যিক এবং কারিগরি সুবিধা সংযোজনপূর্বক বিনোদনের ক্ষেত্র স¤প্রসারণ করা এবং বহুমুখী আয়ের ক্ষেত্র সৃষ্টি হবে; যার মাধ্যমে বিএফডিসি তথ্য চলচ্চিত্র শিল্পের ভিত্তি মজবুত হবে। প্রকল্পটি তথ্য মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ৩২২ কোটি ৭৭ লাখ ৮৬ হাজার টাকা। এর পুরোটাই সরকারি অর্থায়ন থেকে মেটানো হবে। ২০২১ সালের মধ্যে এটির নির্মাণ কাজ শেষ হবে। এ প্রকল্পের প্রধান কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে পরামর্শক নিয়োগ, ৪৫ হাজার ৮০২ বর্গমিটার মূলভবন ও চারটি সিনেপ্লেক্স নির্মাণ করা হবে। ৪টি সিনেমা প্রদর্শন ও আধুনিক যন্ত্রপাতি কেনাসহ নির্মিত হবে বিশাল ৭৩ হাজার বর্গমিটারের শূটিং ফ্লোর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এফডিসি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ