Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুস্তাফিজকে নিয়ে সতর্ক বিসিবি

প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : মুস্তাফিজুর বন্দনা এখন শুধু আইপিএলেই নয়, বিস্ময় বোলিংয়ে আইসিসি’র সভায় পর্যন্ত মুস্তাফিজুর স্ত‚স্তি! এমনটাই শুনিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপিÑ ‘এখন ক্রিকেট নিয়ে কথা বললে সবাই মুস্তাফিজকে নিয়ে কথা বলে। অস্ট্রেলিয়া ক্রিকেটের প্রেসিডেন্ট জানতে চাইল, এই ছেলেকে আমরা কোথায় পেয়েছি? ওরা অবাক হচ্ছে প্রতিনিয়ত।’
মাত্র ১ বছরের ক্যারিয়ারে মুস্তাফিজুর একটার পর একটা বিস্ময়ের জন্ম দিয়েছেন। ভারতের বিপক্ষে ওয়ানডেতে দূর্দান্ত অভিষেকে নজরে আসা এই বাঁ হাতির যাদুকরী বোলিং দেখেছে বিশ্ব টি-২০ বিশ্বকাপেও। টি-২০ বিশ্বকাপে সেরা বোলিং ইনিংসে আলো ছড়ানো মুস্তাফিজুর আইপিএলে সানরাইজার্স হায়দারাবাদের চোখের মনি। ৫ ম্যাচে ৭ উইকেট, সর্বশেষ ম্যাচে মাত্র ৯ রানে ২ উইকেট, ১৭টি ডট বলে ম্যান অব দ্য ম্যাচ। এমন বিস্ময় বোলারকে স্বাগত জানাতে প্রস্তুত ইংলিশ কাউন্টি ক্রিকেটের দল সাসেক্স। আইপিএল শেষে কাউন্টি ক্রিকেটে সাসেক্সে হয়ে খেলবেন মুস্তাফিজুর। সেই প্রতীক্ষার প্রহর গুণছেন দলটির অধিনায়ক লুক রাইট। তবে কাউন্টি ক্রিকেটে ৪ দিনের ম্যাচে মুস্তাফিজুরকে নামিয়ে দেয়ার পক্ষে নন বিসিবি সভাপতিÑ ‘ও কোথাও বড় দৈর্ঘের ম্যাচ খেলুক তা আমরা চাই না। ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলুক, কিন্তু ওকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে। সে বাংলাদেশের সম্পদ, চোটে ফেলে তাকে নষ্ট করতে চাই না। আমরা তাকে সুরক্ষা দিব।’
মুস্তাফিজুরকে সুরক্ষা করতে যেয়ে পাকিস্তান সুপার লীগ (পিএসএল) এ মুস্তাফিজুরকে খেলার অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলার জন্য মুস্তাফিজুরকে ছাড়পত্র দেয়ার আগে তাই অনেক কিছু ভাবতে হচ্ছে বিসিবিকে। প্রয়োজনে সাসেক্সকে শর্ত দেয়ার কথা পর্যন্ত ভাবছে বিসিবি, এমনটাই জানিয়েছেন বিসিবি বসÑ ‘আমাদের শর্তগুলো কি হতে পারে আমরা সেটা জানাব। ওর বয়স এখনও অনেক কম। ওর মাসল সেভাবে বিল্ড আপ করার কথা, সেভাবে এখনও হয়নি। আমরা সেটা নিয়ে কাজ করছি। ও যেন চোটে না পড়ে সেটা নিয়েও আমরা কাজ করছি।’
এদিকে নির্বাচক প্যানেলে কোচ, অধিনায়ককে যুক্ত করতে যাচ্ছে বিসিবি, এ পরিকল্পনার কথা জানিয়েছেন বিসিবি সভাপতিÑ ‘ওয়ার্কিং কমিটিতে দেওয়া আছে। যারা নির্বাচক আছেন, তাদের পারফরম্যান্সতা কে দেখবে। আমাদের ধারণা এটা বোর্ডের কারো দায়িত্ব নেওয়া উচিত। কোচ এখনও আছে। আনুষ্ঠানিকভাবে কোচ অধিনায়ককে যুক্ত করার কথা ভাবা হচ্ছে।’
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের উদ্বোধনী দিনে সন্দেহজনক বোলিং অ্যাকশনে ৪ বোলার হয়েছেন রিপোর্টেড। রিভিউ কমিটি তাদের বোলিং পর্যালোচনা করে পুনঃপরীক্ষা করবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতিÑ ‘আমাদের বোলিং রিভিও কমিটি একটা করা হয়েছে। যদি কারো বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ দেখা দেয়, তাহলে তাদের তালিকা তৈরি করা হবে। প্রিমিয়ার ডিভিশন দেখতে হবে তারপর অন্যান্য ঘরোয়া ক্রিকেটেও দেখবে তারা। তারা দেখার পর যে লিস্ট দিবে তারপর তাদেরকে এক্সপার্ট একটা প্যানেলের সামনে আবার বল করতে হবে। কোথায় সমস্যা সেটা দেখে তা শোধরাানোর চেষ্টা করবেন। এরপর যদি তারা বলে তার বলে সমস্যা আছে তাহলে অ্যাকশন না ঠিক করা পর্যন্ত আর খেলতে পারবে না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: v


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ