Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুটি বানানোকে কেন্দ্র করে সিলেটের কদমতলীতে সংঘর্ষ

পুলিশের ফাঁকা গুলি, টিয়ারসেল নিক্ষেপ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৮, ৭:০১ পিএম

রুটি বানানোকে কেন্দ্র করে সিলেট দক্ষিণ সুরমার কদমতলীতে দু'পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন প্রায় ১৪/১৫জন। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ফাকা গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করেছে।
স্থানীয় সূত্র জানায়, কদমতলী রুচি রেস্টুরেন্টে রুটি বানানোর অর্ডার করে স্থানীয় পাঠান পাড়ার এক যুবক। কিন্তু রুটি দিতে দেরী হওয়ায় হোটেল বয়ের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই যুবক। এক পর্যায়ে কদমতলীর ফরহাদ নামের এক যুবক বিষয়টি মীমাংসায় এগিয়ে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাঠানপাড়ার একাধিক যুবক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শক্তিমত্তা প্রদর্শন করতে থাকলে কদমতলীর যুবকরাও জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে যায়। এতে করে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ১৪/১৫জন আহত হন। এসময় ব্যস্ততম সিলেট-জকিগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। দুর্ভোগে পড়েন শত শত যাত্রী।সংঘর্ষের খরব পেয়ে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এগিয়ে এসে ঘটনার আপোষ মীমাংসা উদ্যোগী হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত উত্তেজান বিরাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ