Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুনিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল

সাভারে মারুফ হত্যা

স্টাফ রিপোর্টার, সাভার : | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

সাভারে তরুণীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কলেজ শিক্ষার্থী মারুফ খান হত্যা মামলার আসামীদের প্রায় দেড় মাসেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। খুনীদের গ্রেপ্তারে দাবি জানিয়ে একাধিক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নিহতের স্বজন ও সহপাঠিরা। বুধবার সকাল ১১ টার দিকে সাভার থানা বাসষ্ট্যান্ডের মডার্ণ প্লাজার সামনে নিহত মারুফ খানের বড় ভাই লুৎফর রহমান মানিকের নেতৃত্বে এ কর্মসূচীর আয়োজন করা হয়। ‘রুখে দাঁড়াও ইভটিজিং’ এ শ্লোগানকে ধারন করে নিহতের স্বজন ও এলাকাবাসী খুনীদের গ্রেপ্তার দাবী জানিয়ে ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিল সহকারে থানা রোড হয়ে সাভার মডেল থানার মুলফটকের সামনে গিয়ে কিছুক্ষন অপেক্ষার পর চলে যায়।
সচেতন সাভারবাসীর ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল থেকে নিহতের ভাই মানিক অভিযোগ করেন, মারুফ হত্যাকান্ডের সিসিটিভি ফুটেজ থেকে আসামীদের সনাক্ত করা হয়েছে এবং আসামীরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ালেও আইন-শৃঙ্খলা বাহিনী আসামীদের গ্রেফতারে কোন পদক্ষেপ নিচ্ছেনা। তাই অনতিবিলম্বে মারুফের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তিনি। কলেজ শিক্ষার্থী মারুফ খান হত্যা মামলা তদন্তে পুলিশ হত্যাকান্ডে সরাসরি জড়িত এবং তাদের পৃষ্ঠপোষকদের কাউকে আটক করতে না পারায় উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে শনিবার রাতে তদন্তকারী সংস্থা বদল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)’র কাছে হস্তান্তর করেছে।

এদিকে মারুফ হত্যার বিচার দাবি করায় তার চাচাতো ভাই বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজ পত্রিকার সিনিয়র রিপোর্টার কামরুজ্জামান খানকেও সপরিবারের হত্যার হুমকি দেয়ায় খুনীদের বিরুদ্ধে তিনি সাভার মডেল থানায় একটি সাধারন ডাইরী করেন।

প্রসঙ্গত, গত ২১ আগস্ট মঙ্গলবার বিকেলে সাভার গেন্ডা বাসস্ট্যান্ডে ঢাকা কমার্স কলেজের এক শিক্ষার্থীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মারুফ খানকে (২১) ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। ঢাকায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের ভাই লুৎফর রহমান মানিক বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিন-চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। মানিক নিজে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এছাড়া পুলিশ আর কাউকে আটক করতে পারেনি। আসামিরা জামিনের জন্য আদালতে দৌড়ঝাপ করছে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ