Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিনয়ে জাকিয়া বারী মম’র এক যুগ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

অভিনয়ে পথচলার একযুগ পার করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম। ২০০৬ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মধ্যদিয়ে অভিনয়ে যুক্ত হন। সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েই তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয় করে প্রথম চলচ্চিত্রেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর অবশ্য তিনি নাটকেই বেশি ব্যস্ত হয়ে উঠেন। একের পর এক নাটক ও টেলিফিল্মে অভিনয় করে নিজেকে পরিণত করেছেন। বিগত একযুগে অনেক দর্শকপ্রিয় নাটক টেলিফিল্ম উপহার দিয়েছেন তিনি। তার সহজাত অভিনয় দিয়ে দর্শক মন জয় করে নিয়েছেন। দীর্ঘ এক যুগের এই পথচলাকে এক সংগ্রাম মুখর পথচলা হিসেবে আখ্যা দিয়ে মম বলেন, ‘দীর্ঘ একযুগের এই পথচলা খুব সহজ ছিল না। অনেক শ্রম দিতে হয়েছে। নানা পরিবেশ পরিস্থিতির মধ্যে নিজেকে খাপ খাইয়ে চলতে হয়েছে, কাজ করতে হয়েছে। আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই মোস্তফা কামাল সৈয়দ স্যার, আলম স্যার, চ্যানেল আই’র সাগর ভাই’সহ পুরো পরিবার, এজাজ মুন্না, দীপংকর দীপন, আরটিভির মিনহাজ ভাই, সুবর্ণা মুস্তাফা আপা, সেলিম ভাই, জাহিদ ভাই, তৌকীর ভাই, বিপাশা আপু, মৌ আপু, ছন্দা আপু, দীপা আপু এবং বিশেষত তারিন আপু-কারণ তার কাছ থেকে আমি লাক্স চ্যানেল আই’র ইয়েস কার্ড পেয়েছিলাম। অবশ্যই ধন্যবাদ দিতে চাই নির্মাতা শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, মাসুদ হাসান উজ্জ্বল’সহ আমার অনেক নাটকের নায়ক অপূর্ব, সজল ও নাঈমকে। আমার বাবা মায়ের দোয়া সবসময়ই সাথে ছিল। আর কায়েস চৌধুরী, সকাল আহমেদ এবং আনিসুর রহমান মিলন সবসময়ই আমাকে পরামর্শ দিয়ে দারুণ সহযোগিতা করেছেন। সর্বোপরি মহান আল্লাহ’র কাছে অসীম কৃতজ্ঞতা, কৃতজ্ঞ আমার ভক্ত দর্শকের কাছে।’ মম এরইমধ্যে শেষ করেছেন রায়হান রাফি’র ‘দহন’ চলচ্চিত্রটি। মম অভিনীত দর্শকপ্রিয় চলচ্চিত্র শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র অরুণ চৌধুরীর ‘আলতা বাণু’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ