Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘লাভযাত্রী’ মুক্তি পাচ্ছে কাল

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

আগামীকাল বলিউডে নির্মিত ‘লাভযাত্রী’, ‘আন্ধাধুন’ এবং ‘লুপ্ত’ চলচ্চিত্র তিনটি মুক্তি পাবে।
রোমান্স ড্রামা ‘লাভযাত্রী’ মুক্তি পাচ্ছে সালমান খান ফিল্মসের ব্যানারে। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন সালমান খান, মুরাদ খেতানি এবং আশ্বিন বার্দে। অভিরাজ কে. মিনাওয়ালার পরিচালনায় অভিনয় করেছেন আয়ুশ শর্মা, ওয়ারিনা হুসেন, রাম কাপুর, রোনিত রায়, প্রাচী শাহ এবং অতিথি ভূমিকায় আরবাজ খান আর সোহেল খান। সঙ্গীত পরিচালনা করেছেন তনিষ্ক বাগচী, ডিজে লিজো এবং ডিজে চেতাস। ভায়াকম এইটিন মোশন পিকচার্স এবং ম্যাচবক্স পিকচার্সের ব্যানারে ‘আন্ধাধুন’ ফিল্মটি মুক্তি। পাচ্ছে। শ্রীরাম রাঘবনের পরিচালনায় ক্রাইম থ্রিলারটিতে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, রাধিকা আপ্তে, টাবু, অনিল ধাওয়ান, জাকির হুসেন, অশ্বিনী কালসেকার, মানব বিজ এবং ছাইয়া কদম। অমিত ত্রিবেদী সঙ্গীত পরিচালনা করেছেন। আরডি এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘লুপ্ত’ মুক্তি পাচ্ছে। হরর ফিল্মটি প্রযোজনা করেছেন হনভন্ত খাত্রী এবং ললিত কিরি। প্রভুরাজের পরিচালনায় অভিনয় করেছেন জাভেদ জাফরি, বিজয় রাজ, করণ আনন্দ, নিকি ওয়ালিয়া, মীনাক্ষি দীক্ষিত এবং ঋষভ চাদ্দা। সঙ্গীত পরিচালনা করেছেন ভিকি হার্দিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ