Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে হামলা করতে রাফায়েল কেনা হয়েছেস -বিজেপি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৮, ৮:৫৬ পিএম | আপডেট : ১২:১৩ এএম, ৪ অক্টোবর, ২০১৮

পাকিস্তানের উপর হামলা করতে রাফায়েল জঙ্গিবিমান কেনা হয়েছে। কিন্তু বিরোধী দল কংগ্রেস এই চুক্তি নিয়ে প্রশ্ন তুলে ইসলামাবাদের হাতে একটি ‘অস্ত্র’ তুলে দিচ্ছে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এই অভিযোগ করেছে।
দলীয় সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি’র মুখপাত্র সুধাংশু ত্রিবেদি অভিযোগ করেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সরকারকে আক্রমণ করে পাকিস্তান যেভাবে কথা বলে একই সুরে কথা বলছে কংগ্রেস। তিনি বলেন, “জাতিসংঘে যখনই ভারত কিছু বলেছে, তার প্রতিবাদ করেছে পাকিস্তান। একজন সিনিয়র কংগ্রেস নেতা যখন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বিবৃতির প্রতিবাদ করেন সেটা দু:খজনক। এটা শুধু ভারতের প্রতিষ্ঠিত ঐতিহ্যের পরিপন্থীই নয় এতে পাকিস্তানের সুর শুনতে পাওয়া যায়। শশী থারুর এর আগে হিন্দু পাকিস্তানের কথা বলেছেন। মনে হচ্ছে তিনি পাকিস্তানের পাশে দাঁড়িয়েছেন।”
জাতিসংঘ সাধারণ পরিষদে স্বরাজের দেয়া বক্তব্যের সমালোচনা করেন কংগ্রেস নেতা শশী থারুর। তিনি বলেন, “বিজেপি ভোটারদের আকৃষ্ট করতে পাকিস্তানের বিরুদ্ধে বলছে।”
এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয় উল্লেখ করে ত্রিবেদি বলেন, “এটা বিচ্ছিন্ন ঘটনা হলে তা অন্যভাবে বিচার করা যেতো। কিন্তু এ ধরনের ঘটনা একের পর এক ঘটছে। মনে হচ্ছে কংগ্রেস ও পাকিস্তানের ইচ্ছা, ভাষা ও ধরন একই রকম।”
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে সমালোচনা করেছেন সেই প্রসঙ্গে টেনে মুখপাত্র বলেন, “কংগ্রেস নেতারাও মোদির বিরুদ্ধে একই শব্দ ব্যবহার করছে। পাকিস্তান যেভাবে আরএসএস’র সমালোচনা করে তেমনি কংগ্রেস সভাপতিও একইভাবে সমালোচনা করে বলেন এটি মুসলিম ব্রাদারহুডের গেরুয়াকরণ।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ