Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অগ্ন্যুৎপাতের কবলে ইন্দোনেশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

শক্তিশালী ভূমিকম্প ও সুনামিতে বিধ্বস্ত ইন্দোনেশিয়ার সুলাবেসি প্রদেশে এবার শুরু হয়েছে অগ্ন্যুৎপাত। দেশটির স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ৪৭ মিনিট থেকে মাউন্ট সোপুতান আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৮০৯ মিটার উঁচু পর্যন্ত উড়ছে ছাই। আগ্নেয়গিরির আশেপাশের এলাকার মানুষকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দিয়েছে ইন্দোনেশিয়ার আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি)। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে। শুক্রবার ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর ভয়াবহ সুনামিতে ইন্দোনেশিয়ার সুলাবেসি প্রদেশ ধ্বংসস্তূপে পরিণত হয়। বুধবার পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৪ জনে। শহরটির বাসিন্দারা এখনও শোক ও ধ্বংসযজ্ঞের ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি। খাবার আর বিশুদ্ধ পানির জন্য মরিয়া হয়ে উঠেছেন তারা। ক্ষুধার্ত মানুষেরা ত্রাণ ভিক্ষা চাইছেন, সশস্ত্র মানুষেরা দোকানের দরজা ভেঙে যা পাচ্ছে নিয়ে যাচ্ছে,দল বেঁধে বিমানবন্দর দখল করছে এবং গণহারে জেল ভেঙে অপরাধী পালাচ্ছে। ভূমিকম্প পরবর্তী আফটারশকে এখনও থেমে থেমে কাঁপছে ইন্দোনেশিয়া। এমন পরিস্থিতির মধ্যেই এবার শুরু হয়েছে অগ্ন্যুৎপাত। মাউন্ট সোপুতান আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হওয়ার আগে ইন্দোনেশিয়ার মাল্টিপ্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন ফর জিওহ্যাজার্ড মিটিগেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট (ম্যাগমা) একটি সতর্কতামূলক বিবৃতি দিয়েছিল। বলা হয়েছিল, ওই অঞ্চলে সা¤প্রতিক সপ্তাহগুলোতে ভূমিকম্প ও উদগীরণের ঝুঁকি বেড়েছে। থার্মাল ক্যামেরা রেকর্ডিং-এ দেখা গিয়েছিল, খুব উচ্চ তাপমাত্রার লাভা আগ্নেয়গিরি মাউন্ট সোপুতানের মুখের কাছাকাছি চলে এসেছে। মাউন্ট সোপুতান আগ্নেয়গিরির ৪ কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় কোনও জনবসতি না থাকায় স্থানীয় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়নি আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি)। বিএনপিবি’র প্রধান সুতোপো পুরয়ো নুগরোহো বলেন, ‘জনসাধারণের সরে যাওয়ার দরকার নেই, কারণ তারা এখনও নিরাপদ। চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনও জনবসতি নেই, সুতরাং তারা এখনও নিরাপদ আছে।’ ডেইলি এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্দোনেশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ