Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৮, ৬:০৪ পিএম

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্দলীয় নির্বাচনকালীন সরকারসহ ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি ঢাকা জেলা প্রশাসকের কাছে দিয়েছে বিএনপি। দলটির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩ অক্টোবর) ঢাকা জেলা বিএনপি’র উদ্যোগে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে স্বারকলিপি প্রদান করা হয়। স্বারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রওশন। বিএনপি নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী’র নেতৃত্বে স্বারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন নাজিম এবং ঢাকা জেলা ছাত্রদল সভাপতি হাজী দেলোয়ার হোসেন মাসুমসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গত ৩০ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা থেকে এই কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্মারকলিপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ