গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর গুলশানে ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৮টার দিকে গুলশান-২-এর ১০০ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম ইমন হোসেন ইমু (২৫)। তিনি মাগুরা সদর উপজেলার জর্দাপাড়া গ্রামের সোলাইমান মিয়ার ছেলে। তিনি ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন।
ইমনের সহকর্মী মো. রিপন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জানান, তারা গুলশান-২-এর ১০০ নম্বর রোডের ৩১ নম্বরে নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। সকাল ৮টার দিকে ইমন বাকেটের সাহায্যে দ্বিতীয় তলায় বালু ওঠানোর সময় নিচে পড়ে যান। তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।