Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে গাছের সঙ্গে ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৮, ১১:৩৩ এএম

নাটোরের বাগাতিপাড়ায় মোবাইলে কথা বলার সময় মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন একজন।

মঙ্গলবার রাতে উপজেলার জামনগর ঘোষপাড়া স্লুইটগেটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হল- রনি (১২) জামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। সে জামনগর হাঁপানিয়া ফকিরপাড়া গ্রামের মৃত আবদুল রশিদের ছেলে ও কাউছার (১৬) ভিতরভাগ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। সে রওশনগিরিপাড়ার মিনারুলের ছেলে।

এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ওসি আতাউর রহমান জানান, জামনগর বাজার থেকে রাতে তিনজন মোটরসাইকেলে বাগাতিপাড়ায় গয়লার ঘোপে যাচ্ছিল। পথিমধ্যে চালক মোবাইলে কথা বলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়।

গুরুতর আহতাবস্থায় তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শিশু রনির (১২) মৃত্যু হয়।

পরে রাত ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চালক কাউছারের মৃত্যু হয়।

অপর আরোহী বাঁধন (১৫) একই হাসপাতালে চিকিৎসাধীন। সে দোবিলা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণি ছাত্র জামনগর ফকিরপাড়ার আলমের ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ