Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

আইনজীবী ফেডারেশনের কার্যকরি কমিটি

সভাপতি শেখ সিরাজ ও সম্পাদক ফরিদ উদ্দিন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

জাতীয় আইনজীবী ফেডারেশনের সভাপতি পদে অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম ও অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহম্মেদকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কার্যকরী কমিটি । জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ এমপি দলের গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে সম্প্রতি এ কমিটির অনুমোদন দিয়েছেন।
সহ-সভাপতি পদে রয়েছেন-গিয়াস উদ্দিন আহমেদ, পরিমল কুমার বিশ্বাস, তাজ মোহাম্মদ শেখ, ড. মো. শামছুর রহমান, নুরুল ইসলাম তালকদার এমপি, মোহাম্মদ নুরুল আমিন, আব্দুস সালাম চাকলাদার, মাহবুব আলম বাচ্চু, লিয়াকত আলী খান, নজরুল ইসলাম সোনা, এটিএম আলমগীর, সোহরাব হোসেন, মোহাম্মদ সোহরাব উদ্দিন খান, মো. তোফাজ্জল হোসেন, মো. আ. মজিদ খন্দকার, বশীর আহমেদ সবুজ, রেজাউল করিম বাছেত, হাসান সিরাজ সুজা, আ. লতিফ শেখ, মো. সেলিম, মোসাম্মৎ লাকী বেগম, অতিরিক্ত সাধারণ সম্পাদক-বখতিয়ার উদ্দিন খান ইকবাল, মোহাম্মদ আবদুল হামিদ ভাসানী, যুগ্ম সম্পাদক-আব্দুল লতিফ প্রধান, ড. মো. এনামুল হক, ইউনুছ মোল্লা (শিমুল), সাংগঠনিক সম্পাদক-আবুল হাসনাত মাসুম, মো. শাহজালাল, ফয়জুর রহমান চৌধুরী শাহীন, ড. মো. রেজাউল হক, মো. জিল্লুর রহমান তালকদার, ড.ইসতিয়াক আহমেদ, ব্যারিস্টার মো. কামরুজ্জামান স্বাধীন, এবিএম ফজলুর রশিদ প্রমুখ। প্রসঙ্গত জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডন্ট হুসেইন মুহম্মদ এরশাদের প্রধান কৌঁসুলির দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি জাতীয পার্টির প্রেসিডিয়াম সদস্যও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইনজীবী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ