Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অধিকার আদায় হবে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, দেশে আইনের শাসন নেই। আওয়ামী লীগ তাদের ইচ্ছামাফিক দেশ পরিচালনা করছে। দেশে আইনের শাসন, বিচার ব্যবস্থা যদি স্বাধীন হতো তাহলে মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে কারাগারে থাকতে হতো না। আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে হলে আন্দোলনের কোনো বিকল্প নেই। এ সরকারই শেষ সরকার নয়। জেল, জুলুম, হুলিয়াকে আলিঙ্গন করে আন্দোলনের মাধ্যমেই আমাদেরকে অধিকার আদায় করতে হবে।
তিনি গতকাল (মঙ্গলবার) বিকেলে চট্টগ্রাম আদালত ভবনে আইনজীবী অডিটরিয়ামে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের উদ্যোগে ফোরামের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী মরহুম সৈয়দ সিরাজুল আলম স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
নোমান বলেন, দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। সরকার ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আরেকটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করার চক্রান্ত করছে। চক্রান্তের অংশ হিসেবে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা গায়েবী মামলা দিয়ে হয়রানি করছে। বিএনপি নেতাকর্মীদের মামলা পরিচালনাকারী সিনিয়র আইনজীবীদের পর্যন্ত এসব গায়েবী মামলায় আসামি করে হয়রানি করছে।
তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা পুলিশের অত্যাচারে বাসা বাড়িতে রাত্রিযাপন করতে পারছেন না। পুলিশ প্রতিরাতে নেতাকর্মীদের গ্রেফতার করে মিথ্যা মামলায় আদালতে প্রেরণ করছে। চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে কয়েকশ’ নেতাকর্মীকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সভাপতি এডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট জহুরুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বার কাউন্সিলের সাবেক সদস্য এডভোকেট মোহাম্মদ কবির চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী, এসইউএম নুরুল ইসলাম, মহানগর বিএনপির সহ-সভাপতি এডভোকেট আব্দুস সাত্তার, এডভোকেট আব্দুস সাত্তার সারোয়ার, এডভোকেট এএসএম বদরুল আনোয়ার, আব্দুল মালিক, এনামুল হক প্রমুখ।



 

Show all comments
  • Ali Ahmed ৩ অক্টোবর, ২০১৮, ১১:২১ এএম says : 0
    কবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ