Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দূরপাল্লা সাঁতারে সেরা নৌবাহিনী

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

জাতীয় দুরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় সেরা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। পুরুষ ও মহিলা বিভাগে ৬টি পদকের মধ্যে ৪টিই জিতেছে তারা।

গতকাল নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অনুষ্ঠিত হয় ১২ কিলোমিটার দুরত্বের এ প্রতিযোগিতা। এতে নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, ক্লাব ও জেলা ক্রীড়া সংস্থার ৭ জন পুরুষ ও ৬ জন মহিলা সাঁতারু অংশ নেন। নারায়নগঞ্জ লঞ্চ ঘাট থেকে শুরু হয়ে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে এসে শেষ হয় প্রতিযোগিতা। পুরুষ বিভাগে নৌবাহিনীর পলাশ চৌধুরী প্রথম, মনিরুল ইসলাম দ্বিতীয় ও মুন্সীগঞ্জের হিমেল মিয়া তৃতীয় হন। মহিলা বিভাগে নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা প্রথম ও লাকী আক্তার লিমা দ্বিতীয়স্থান অর্জন করেন। প্রতিযোগিতা শেষে মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক সায়লা ফারজানা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌবাহিনী

১৯ আগস্ট, ২০২২
১৭ জানুয়ারি, ২০২২
১৩ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ