Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভবন নির্মাণে ‘কপি-পেস্ট’ প্রযুক্তি বানিয়েছে চীন!

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

চীনে জনসংখ্যা যেমন দ্রুত বাড়ছে তেমন নগরায়ণও দ্রুত হচ্ছে। দ্রুত বৃদ্ধি পাওয়া জনসংখ্যার জন্য মৌলিক চাহিদা পূরণ করতে দেশটি জিনিসপত্র দ্রুত এবং সস্তায় তৈরির নানা কলাকৌশল রপ্ত করছে। তবে সাম্প্রতিক আলোচনার বিষয় হয়েছে ভবন নির্মাণে চীনের ব্যবহ‚ত একটি ‘হাইব্রিড’ প্রযুক্তি। দেশটিতে এটি ‘কপি-পেস্ট’ স্থাপত্য হিসেবে পরিচিতি পেয়েছে। এমন নামকরণ হওয়ার কারণ হলো এটা অনেকটা কম্পিউটারে কপি-ম্টেউপেস্টের মতো।

কম্পিউটার ডিজাইন করার পর এটি কপি করে সফটওয়্যারের নির্দিষ্ট ফোল্ডারে পেস্ট করে দিলেই বিশাল বিশাল দুটি রোবটিক হাত ভবনটি নির্মাণের কাজ শুরু করে দেয়। বিষয়টি থ্রিডি প্রিন্টারে বাড়ি বানানোর মতো শোনালেও এটি আসলে থ্রিডি প্রযুক্তি নয় বরং হাইব্রিড প্রযুক্তি। কারণ থ্রিডি প্রযুক্তিতে বাড়ির পুরো অংশই তৈরি করে যন্ত্র। কিন্তু চীনের এই প্রযুক্তিতে কিছু অংশ হাতে করা হয় আবার কিছু অংশ বিশাল আকারের রোবটিক হাত দিয়ে করা হয়। তবে এই প্রযুক্তি নিয়ে কিছুটা সমালোচনা হচ্ছে। কারণ চীনের যে ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলী বিশ্বজুড়ে সমাদৃত তা ঝুঁকির মুখে পড়েছে। চীনা শিল্পীরা দীর্ঘদিন ধরে নানা রকম ডিজাইনের ভবন নির্মাণ করতেন। কিন্তু এই প্রযুক্তিতে ভবনগুলো বেশ সাদামাটা হয়ে যাচ্ছে। এগুলোতে ‘ঐতিহ্যবাহী চীনা চেহারা’ কিছুটা মার খাচ্ছে। কারণ কম সময়ের মধ্যে এসব ভবন নির্মাণ করতে হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রযুক্তি

১৪ সেপ্টেম্বর, ২০২২
২৮ মার্চ, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ