মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর অর্থনৈতিক স্বার্থ রক্ষার লক্ষ্যে নতুন সমঝোতায় পৌঁছাতে তেহরান ও ইউরোপ এ যাবতকালের মধ্যে সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছেছে। গত সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে কাসেমি বলেন, স¤প্রতি নিউ ইয়র্কে পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের ফলপ্রসূ বৈঠক হয়েছে এবং সেখানে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাসেমি বলেন, মার্কিন সরকার ইরানকে চাপের মধ্যে ফেলতে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু পরমাণু চুক্তিতে স্বাক্ষরকারী বাকি দেশগুলো মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব কমানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্মত হয়েছে। তিনি বলেন, এখন উল্টো মার্কিন সরকার নিজেই চাপের মধ্যে পড়েছে। আগামী নভেম্বরে ইরানের তেল বিক্রির ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই ইউরোপীয় দেশগুলো ইরানের তেল রপ্তানি অব্যাহত রাখার জন্য ব্যবস্থা নিতে সম্মত হয়েছে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সুত্র : পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।