প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মারভেলের ‘ভেনম’ চলচ্চিত্রে টম হার্ডি ভেনমের ভূমিকায় অভিনয় করেছেন। কমিকসের চরিত্রটি মহাশক্তিশালী। হার্ডি যে এই প্রথম কমিকস চরিত্রে অভিনয় করলেন তা কিন্তু নয়। ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ ফিল্মে তিনি ভিলেন বেইনের ভূমিকায় অভিনয় করেছিলেন। এই দুই চরিত্রের মধ্যে বক্তৃতা প্রতিযোগিতায় কে জিতবে? কমিকবুক ডটকম থেকে এমন প্রশ্ন করা হলে হার্ডি কোনও দ্বিধা না করেই বলেন, “বেইন। সে বাগ্মী।” বেইনের ভূমিকায় হার্ডির অভিনয় ব্যাপক প্রশংসা পেয়েছে, তবে কমিকের তুলনায় তার রূপায়িত চরিত্রটি বেশ শান্ত সমাহিত। পিজি-১৩ সার্টিফিকেটে এই শুক্রবার মুক্তি পাচ্ছে ফিল্মটি। সহিংসতা ও রক্তারক্তির আধিক্যের কারণে এই সার্টিফিকেট। এতে ভেনম ভক্তরা কিছুটা হলেও নিরাশ হয়েছে। তবে জানা গেছে পরিচালক রুবেন ফ্লেইশার এভাবেই চলচ্চিত্রটি নির্মাণ করতে চেয়েছিলেন। হার্ডি বলেন, “আমরা চলচ্চিত্রটি নির্মাণের আগে থেকেই জানতাম এটি পিজি১৩ হবে। আমি আগেই জানতাম সহিংসতা এতে বিশেষ মাত্রা পাবে। দ্য ডার্ক নাইট সবসময়ই আমার জনই আদর্শ ছিল। পিজি১৩’র জন্য কতদূর যাওয়া যায়। একজনের মাথায় কলম ঢুকিয়ে দেয়া যায়। তা যদি করা যায় তাহলে একজনের মাথাই ছিঁড়ে খাওয়া যেতে পারে।” ‘ভেনম’ ফিল্মটির সিনপসিস এমন করে লেখা হয়েছে : “মারভেলের সবচেয়ে রহস্যময়, জটিল আর দুর্ধর্ষ চরিত্র বড় পর্দায় আসছে যাতে বিষাক্ত রক্ষাকারী ভেনম চরিত্রে অভিনয় করেছেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড মনোনীত টম হার্ডি। ফিল্মটি ৫ অক্টোবর মুক্তি পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।