Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

যশোর রেলস্টেশন সুইপার কলোনীতে সন্ত্রাসীদের বোমা হামলা

স্প্লিন্টারে আহত ১, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ৭:১১ পিএম | আপডেট : ৭:৪০ পিএম, ৩০ সেপ্টেম্বর, ২০১৮

চাঁদা না দেয়ায় যশোর শহরের রেলস্টেশন সুইপার কলোনীতে সন্ত্রাসীরা রোববার বিকালে বোমা হামলা চালায়। বোমার স্পিøন্টারে বাসন্তী নামে এক মহিলা আহত হন। এই ঘটনার প্রতিবাদে এলাকার বিক্ষব্ধরা রাস্তা অবরোধ করে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা হামলাকারী সন্ত্রাসীদের আটকের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়।
সুইপার কলোনির বাসিন্দা রঞ্জন সরকার ও সাধন সরকার জানান, এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা প্রায়ই তাদের কাছে এসে বলে, ‘তোরা মাদক বিক্রি করিস, সপ্তাহে দশ হাজার টাকা করে দিবি, নইলে ক্ষতি হবে।’ দাবীকৃত চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা বোমা হামলা চালায়। অবশ্য এতে কেউ হতাহত হয়নি, তবে কলোনীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্ধ্যায় বিক্ষুব্ধরা জেলা প্রশাসকের দপএর গিয়ে ঘটনার বিচার দাবি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বোমা হামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ