পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
তফসিল ঘোষনার আগে সংসদ ভেঙ্গে দিয়ে এ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকার গঠনের দাবিসহ বিএনপি জনসভা থেকে ৭ দফা, ১২ লক্ষ্য ও ২ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রোববার বিকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষে এ দাবি ও কর্মসূচি ঘোষণা করেন। দলীয় চেয়ারপার্সনের নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারপার্সন ও দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ ও আলোচনার মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের দাবি রয়েছে ঘোষিত সাত দফায়। এ ৭ দফা ও দাবি বাস্তবায়নে আগামী ৩রা অক্টোবর জেলায় এবং ৪ঠা অক্টোবর বিভাগীয় শহরে সমাবেশ ও স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচি ঘোষণা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সরকার যদি দাবি মেনে না নেয় তাহলে আন্দোলনের মাধ্যমে তাদের দাবি মানতে বাধ্য করা হবে। খালেদা জিয়ার ডাকে দেশবাসী এবং সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার ভীষণ ভয় পাচ্ছে। তারা এখন পদে পদে ষড়যন্ত্রের ভূত দেখতে শুরু করেছে।
৭ দফা দাবি:
১. (ক) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার করতে হবে।
একই সাথে (খ) সব বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীর মুক্তি, সাজা বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহার।
(গ) নির্বাচনের ফলাফল চূড়ান্ত না হওয়া পর্যন্ত রাজনৈতিক মামলা স্থগিত রাখা ও নতুন মামলা না দেয়ার নিশ্চয়তা।
(ঘ) পুরনো মামলায় কাউকে গ্রেপ্তার করা যাবেনা ।
(ঙ) কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, সাংবাদিকদের ন্যায্য আন্দোলন এবং সামাজিক ও গণমাধ্যমে মতপ্রকাশের অভিযোগে গ্রেপ্তর ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও মুক্তির নিশ্চয়তা প্রদান করতে হবে।
২. আসন্ন জাতীয় নির্বাচনে সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনী তফসিল ঘোষণার আগে বর্তমান সংসদ ভেঙে দিতে হবে।
৩. রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। নির্বাচনকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
৪. আলাপ-আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।
৫. নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগের ব্যবস্থা নিশ্চিত এবং সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে তাদের ওপর কোন ধরনের বিধি নিষেধ আরোপ না করা।
৬. সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রতিটি ভোট কেন্দ্রে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সশস্ত্র বাহিনী নিয়োগ নিশ্চিত করা। নির্বাচনের একমাস আগে থেকে নির্বাচনের পর ১০ দিন পর্যন্ত মোট ৪০ দিন সেনাবাহিনী মোতায়েন করতে হবে। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত ও নিয়ন্ত্রণের ক্ষমতা নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত করতে হবে।
৭. নির্বাচনে ইভিএম ব্যবহারের চিন্তা ও পরিকল্পনা বাদ দিতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর যুগোপযোগী সংশোধন করতে হবে।
১২ লক্ষ্য:
৭ দফা দাবি পেশের পাশপাশি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বিএনপি কী কী করবে সে বিষয়ে ১২ টি লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লক্ষ্য ও উদ্দেশ্যগুলো হল-
১. রাষ্ট্রের সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠা নিশ্চিত করা। ২. সব প্রতিহিংসার রাজনীতির অবসানে জাতীয় ঐকমত্য গঠন। ৩. রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে দলীয়করণের ধারার বদলে গণতান্ত্রিক ব্যবস্থায় আইনের শাসন প্রতিষ্ঠা করা। ৪. রাষ্ট্রক্ষমতায় গ্রহণযোগ্য ভারসাম্য প্রতিষ্ঠা করা। ৫. স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বিচারক নিয়োগ এবং বিচার বিভাগের স্বাধীনতা ও ক্ষমতা নিশ্চিত করা। ৬. স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষাকবচ দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, শক্তিশালী ও কার্যকর করা। ৭. গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা। ৮. দুর্নীতি প্রতিরোধে দায়িত্বরত প্রতিষ্ঠানগুলোকে যথাযথভাবে সংস্কার ও কার্যকর করা। ৯. সব নাগরিকের মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা বিধান করা। ১০. সবার সঙ্গে বন্ধুত্ব এবং কারও সঙ্গে বৈরিতা নয় এ মূলনীতিকে অনুসরণ করে জাতীয় মর্যাদা এবং স্বার্থ সংরক্ষণ করে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করা। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সৎ প্রতিবেশীসুলভ বন্ধুত্ব ও সমতার ভিত্তিতে ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ, বিনিয়োগ ইত্যাদি ক্ষেত্রে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলার কার্যকর উদ্যোগ ও পদক্ষেপ গ্রহণ করা। ১১. কোনো ধরনের সন্ত্রাসবাদকে মদদ না দেয়া এবং কোনো জঙ্গিগোষ্ঠীকে বাংলাদেশের ভূখন্ড ব্যবহার করতে না দেয়া। ১২. সর্বনি¤œ আয়ের নাগরিকদের মানবিক জীবন নিশ্চিত করে, আয়ের বৈষম্যের অবসানকল্পে অর্থনৈতিক নীতি গ্রহণ এবং শ্রমজীবী জনগণের জীবনযাত্রার মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ করা। সারাদেশে বিদুৎ ও জালানী নিশ্চিত করা। স্নাতক ও সমমান পর্যন্ত শিক্ষার অধিকার নিশ্চিত করা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিষ্টার জমিরউদ্দীন সরকার, ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, সেলিমা রহমান, মোহাম্মদ শাহজাহান, অ্যাড. খন্দকার মাহবুব হোসেন, ডা. এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, জয়নাল আবেদিন, নিতাই রায় চৌধুরী, শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবুল খায়ের ভুইয়া, জয়নুল আবেদীন ফারুক, হাবিবুর রহমান হাবীব, ফজলুর রহমান, হবিবুল ইসলাম হাবিব, আতাউর রহমান ঢালী, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মুজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মাহবুবুর রহমান শাহীন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমরান সালেহ প্রিন্স, বিলকিস আকতার, শামা ওবায়েদ প্রমুখ।
weGbwci 7 `dv, 12 j¶¨, 2 w`‡bi Kg©m~wP †NvlYv
÷vd wi‡cvU©vi t Zdwmj †Nvlbvi Av‡M msm` †f‡½ w`‡q G miKv‡ii c`Z¨vM Ges wb`©jxq miKvi MV‡bi `vwemn weGbwc Rbmfv †_‡K 7 `dv, 12 j¶¨ I 2 w`‡bi Kg©m~wP †NvlYv Kiv n‡q‡Q| †iveevi weKv‡j `‡ji gnvmwPe wgR©v dLiæj Bmjvg AvjgMxi `‡ji c‡¶ G `vwe I Kg©m~wP †NvlYv K‡ib| `jxq †Pqvicvm©‡bi wbtkZ© gyw³, fvicÖvß †Pqvicvm©b I `jxq †bZvKg©x‡`i bv‡g wg_¨v gvgjv cÖZ¨vnvi, msm` †f‡O w`‡q miKv‡ii c`Z¨vM I Av‡jvPbvi gva¨‡g wb`©jxq wbi‡c¶ miKvi MV‡bi `vwe i‡q‡Q †NvwlZ mvZ `dvq| G 7 `dv I `vwe ev¯Íevq‡b AvMvgx 3iv A‡±vei †Rjvq Ges 4Vv A‡±vei wefvMxq kn‡i mgv‡ek I ¯§viKwjwc †`qvi Kg©m~wP †NvlYv Kiv n‡q‡Q| Kg©m~wP †NvlYv K‡i wgR©v dLiæj Bmjvg AvjgMxi †bZvKg©x‡`i D‡Ï‡k e‡jb, miKvi hw` `vwe †g‡b bv †bq Zvn‡j Av‡›`vj‡bi gva¨‡g Zv‡`i `vwe gvb‡Z eva¨ Kiv n‡e| Lv‡j`v wRqvi Wv‡K †`kevmx Ges me ivR‰bwZK `j HK¨e× n‡q‡Q D‡jøL K‡i wZwb e‡jb, miKvi fxlY fq cv‡”Q| Zviv GLb c‡` c‡` loh‡š¿i f~Z †`L‡Z ïiæ K‡i‡Q|
7 `dv `vwe:
1. (K) weGbwc †Pqvicvimb †eMg Lv‡j`v wRqvi wbtkZ© gyw³ I gvgjv cÖZ¨vnvi Ki‡Z n‡e|
GKB mv‡_ (L) me we‡ivax ivR‰bwZK †bZv-Kg©xi gyw³, mvRv evwZj I wg_¨v gvgjv cÖZ¨vnvi|
(M) wbe©vP‡bi djvdj P~ovšÍ bv nIqv ch©šÍ ivR‰bwZK gvgjv ¯’wMZ ivLv I bZyb gvgjv bv †`qvi wbðqZv|
(N) cyi‡bv gvgjvq KvD‡K †MÖßvi Kiv hv‡ebv |
(O) †KvUv ms¯‹vi Av‡›`vjb, wbivc` mo‡Ki `vwe‡Z wk¶v_©x‡`i Av‡›`vjb, mvsevw`K‡`i b¨vh¨ Av‡›`vjb Ges mvgvwRK I MYgva¨‡g gZcÖKv‡ki Awf‡hv‡M †MÖßi QvÎ-QvÎx‡`i weiæ‡× `v‡qi Kiv gvgjv cÖZ¨vnvi I gyw³i wbðqZv cÖ`vb Ki‡Z n‡e|
2. Avmbœ RvZxq wbe©vP‡b mevi Rb¨ mgvb my‡hvM (†j‡fj †cwqs wdì) wbwðZ Kivi j‡¶¨ wbe©vPbx Zdwmj †NvlYvi Av‡M eZ©gvb msm` †f‡O w`‡Z n‡e|
3. ivR‰bwZK `j¸‡jvi m‡½ Avjvc Av‡jvPbvi gva¨‡g wbe©vPbKvjxb wbi‡c¶ miKvi MVb Ki‡Z n‡e| wbe©vPbKvjxb miKv‡ii `vwqZ¡cÖvß e¨w³ wbe©vP‡b cÖv_©x n‡Z cvi‡eb bv|
4. Avjvc-Av‡jvPbvi gva¨‡g MÖnY‡hvM¨ e¨w³‡`i wb‡q wbe©vPb Kwgkb cybM©Vb Ki‡Z n‡e|
5. wbe©vP‡bi ¯^”QZv wbwðZ Ki‡Z †`kxq I AvšÍR©vwZK ch©‡e¶K wb‡qv‡Mi e¨e¯’v wbwðZ Ges m¤ú~Y© wbe©vPb cÖwµqv ch©‡e¶‡Y Zv‡`i Ici †Kvb ai‡bi wewa wb‡la Av‡ivc bv Kiv|
6. myôy wbe©vP‡bi ¯^v‡_© cÖwZwU †fvU †K‡›`ª g¨vwR‡÷«wm ¶gZvmn mk¯¿ evwnbx wb‡qvM wbwðZ Kiv| wbe©vP‡bi GKgvm Av‡M †_‡K wbe©vP‡bi ci 10 w`b ch©šÍ †gvU 40 w`b †mbvevwnbx †gvZv‡qb Ki‡Z n‡e| GKBm‡½ AvBbk…•Ljv evwnbx wb‡qvwRZ I wbqš¿‡Yi ¶gZv wbe©vPb Kwgk‡bi Ici b¨¯Í Ki‡Z n‡e|
7. wbe©vP‡b BwfGg e¨env‡ii wPšÍv I cwiKíbv ev` w`‡Z n‡e| MYcÖwZwbwaZ¡ Av‡`k 1972-Gi hy‡Mvc‡hvMx ms‡kvab Ki‡Z n‡e|
12 j¶¨:
7 `dv `vwe †c‡ki cvkcvwk ivó«xq ¶gZvq †M‡j weGbwc Kx Kx Ki‡e †m wel‡q 12 wU j¶¨ I D‡Ïk¨ Zy‡j a‡ib wgR©v dLiæj Bmjvg AvjgMxi| j¶¨ I D‡Ïk¨¸‡jv nj-
1. iv‡ó«i me©¯Í‡i mykvmb cÖwZôv wbwðZ Kiv| 2. me cÖwZwnsmvi ivRbxwZi Aemv‡b RvZxq HKgZ¨ MVb| 3. ivó«xq c«wZôvb¸‡jvi wbi‡c¶Zv wbwðZ Kivi j‡¶¨ `jxqKi‡Yi avivi e`‡j MYZvwš¿K e¨e¯’vq AvB‡bi kvmb cÖwZôv Kiv| 4. ivó«¶gZvq MÖnY‡hvM¨ fvimvg¨ cÖwZôv Kiv| 5. ¯^”Q wb‡qvM cÖwµqvi gva¨‡g wePviK wb‡qvM Ges wePvi wefv‡Mi ¯^vaxbZv I ¶gZv wbwðZ Kiv| 6. ¯^vaxbZv I mve©‡fŠg‡Z¡i i¶vKeP †`k‡cÖwgK mk¯¿ evwnbx‡K AviI AvaywbK, kw³kvjx I Kvh©Ki Kiv| 7. MYgva¨‡gi ¯^vaxbZv wbwðZ Kiv| 8. `yb©xwZ cÖwZ‡iv‡a `vwqZ¡iZ cÖwZôvb¸‡jv‡K h_vh_fv‡e ms¯‹vi I Kvh©Ki Kiv| 9. me bvMwi‡Ki †gŠwjK gvbevwaKv‡ii wbðqZv weavb Kiv| 10. mevi m‡½ eÜyZ¡ Ges KviI m‡½ ‰ewiZv bq G g~jbxwZ‡K AbymiY K‡i RvZxq gh©v`v Ges ¯^v_© msi¶Y K‡i ¯^vaxb ciivó«bxwZ AbymiY Kiv| cÖwZ‡ekx †`k¸‡jvi m‡½ cvi¯úwiK mr cÖwZ‡ekxmyjf eÜyZ¡ I mgZvi wfwˇZ e¨emv-evwYR¨, †hvMv‡hvM, wewb‡qvM BZ¨vw` ‡¶‡Î AvšÍwiKZvc~Y© m¤úK© M‡o †Zvjvi Kvh©Ki D‡`¨vM I c`‡¶c MÖnY Kiv| 11. †Kv‡bv ai‡bi mš¿vmev`‡K g`` bv †`qv Ges †Kv‡bv Rw½‡Mvôx‡K evsjv‡`‡ki f~LÛ e¨envi Ki‡Z bv †`qv| 12. me©wb¤œ Av‡qi bvMwiK‡`i gvbweK Rxeb wbwðZ K‡i, Av‡qi ‰el‡g¨i AemvbK‡í A_©‰bwZK bxwZ MÖnY Ges kÖgRxex RbM‡Yi RxebhvÎvi gv‡bi m‡½ m½wZc~Y© RvZxq b~¨bZg gRywi wba©viY Kiv| mviv‡`‡k we`yr I Rvjvbx wbwðZ Kiv| mœvZK I mggvb ch©šÍ wk¶vi AwaKvi wbwðZ Kiv|
weGbwc gnvmwPe wgR©v dLiæj Bmjvg AvjgMx‡ii mfvcwZ‡Z¡ I cÖPvi m¤úv`K knx` DwÏb †PŠayix G¨vbxi mÂvjbvq Rbmfvq e³e¨ iv‡Lb, ¯’vqx KwgwUi m`m¨ W. L›`Kvi †gvkviid †nv‡mb, e¨vwi÷vi gI`y` Avng`, e¨vwióvi RwgiDÏxb miKvi, e¨vwióvi iwdKyj Bmjvg wgqv, wgR©v AveŸvm, M‡qk¦i P›`ª ivq, W Ave`yj gCb Lvb, bRiæj Bmjvg Lvb, fvBm †Pqvig¨vb Ave`yjøvn Avj †bvgvb, †gRi (Ae.) nvwdR DwÏb Avn‡g` exi weµg, †mwjgv ingvb, †gvnv¤§` kvnRvnvb, A¨vW. L›`Kvi gvneye †nv‡mb, Wv. G †RW Gg Rvwn` †nv‡mb, kvgmy¾vgvb `y`y, Rqbvj Av‡ew`b, wbZvB ivq †PŠayix, kIKZ gvngy`, †Pqvicvim‡bi Dc‡`óv Avgvb Djøvn Avgvb, Aveyj Lv‡qi fyBqv, Rqbyj Av‡e`xb dviæK, nvweeyi ingvb nvexe, dRjyi ingvb, nweeyj Bmjvg nvwee, AvZvDi ingvb Xvjx, hyM¥-gnvmwPe e¨vwi÷vi gvneye DwÏb †LvKb, gywReyi ingvb m‡ivqvi, ‰mq` †gvqv‡¾g †nv‡mb Avjvj, Lvqiæj Kwei †LvKb, mvsMVwbK m¤úv`K dRjyj nK wgjb, gvneyeyi ingvb kvnxb, iæûj KyÏym ZvjyK`vi `yjy, Ggivb mv‡jn wcÖÝ, wejwKm AvKZvi, kvgv Iev‡q` cÖgyL|
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।