Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সমস্যায় জর্জরিত ছাড়ার পাড় উচ্চ বিদ্যালয়

নীলফামারী জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

শ্রেণিকক্ষ সংকট, আসবাবপত্রের স্বল্পতা, জরাজীর্ণ টিনের চাল, দরজা-জানালা হীন শ্রেনিকক্ষসহ নানা সমস্যায় জর্জরিত নীলফামারী সদর উপজেলার ছাড়ার পাড় উচ্চ বিদ্যালয়। এতে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া। ১৯৯৪ সালে স্থাপিত এ বিদ্যালয় সরকারী অনুমোদন লাভ করে ১৯৯৬ সালে। ১৫ জন শিক্ষক-কর্মচারী নিয়ে পরিচালিত বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৩৫১ জন। প্রতিষ্ঠালগ্ন থেকে বিদ্যালয়টির জে.এস.সি ও এস.এস.সি. পরীক্ষার ফলাফল সন্তোষজনক। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও শিক্ষার্থীরা ব্যাপক সুনাম অর্জন করেছে । চলতি বছর গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ও জেলা পর্যায়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। কিন্তু বর্তমানে বিদ্যালয়ে নানাবিধ সমস্যায় শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে।
শ্রেনিকক্ষের স্বল্পতায় শিক্ষার্থীদের গাদাগাদি করে বসতে হয়। ১৯৯৪-৯৫ সালে শ্রেণিকক্ষগুলো তৈরী করার পর থেকে আর কোন সংস্কার না হওয়ায় বৃষ্টি হলেই শ্রেনিকক্ষে পানি পরে। বারান্দা না থাকায় শ্রেণিকক্ষের প্লাষ্টারহীন মেঝে স্যাঁতস্যাঁতে হয়ে পড়ে। শ্রেনিকক্ষের দরজা-জানালা ভেঙ্গে পড়ায় রাতে ও বিদ্যালয় বন্ধের সময় গরু-ছাগল প্রবেশ করে নোংরা করে থাকে। বিদ্যালয়ে নেই একাডেমিক ভবন. বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, লাইব্রেরী, শিক্ষক ও শিক্ষার্থী কমনরুম, বিদ্যুত সংযোগ ও পর্যাপ্ত শৌচাগার। শিক্ষার্থীদের জন্য রয়েছে মাত্র একটি নলকূপ। বিশেষ করে বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব না থাকায় এ দুই বিষয়ের শিক্ষার্থীদের পড়তে হচ্ছে চরম বিপাকে। বিদ্যালয়টির মাধ্যমিক স্তর স্বীকৃতিপ্রাপ্ত হলেও ৫ জন শিক্ষক-কর্মচারী দীর্ঘদিন ধরে বেতন-ভাতা পাচ্ছেন না।
শিক্ষার্থীরা জানায় শ্রেণিকক্ষ সংকট, বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব না থাকাসহ নানা সমস্যায় তাদের পড়াশুনা ব্যহত হচ্ছে। শ্রেণি শিক্ষক নজরুল ইসলাম ও হালিমা খাতুন জানান বর্ষার সময় শ্রেণিকক্ষের টিন দিয়ে পানি পড়ে শিক্ষার্থীদের বই-খাতা নষ্ট হয়ে যায়। প্রধান শিক্ষক মনোয়ার হোসেন বলেন বিদ্যালয়টি প্রত্যন্ত ও দরিদ্র পীড়িত জনবহুল এলাকায় অবস্থিত। দরিদ্র পরিবারের ছেলে-মেয়েদের একমাত্র লেখাপড়ার ভরসা এ বিদ্যালয়টি। তাই বিদ্যালয়টির সমস্যা দ্রুত সমাধানে তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যালয়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ