প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
পরিচালক শেখ সামাদ নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টাইম’। এটি তার দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তিনি ‘আর কত দূর’ নামে রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা নিয়ে নির্মাণ করেন। টাইম একটি বাস্তব ঘটনার প্রতিচ্ছবি। টাইম-এ অভিনয় করেছেন লিয়া মাহমুদ, আমিন, রাবেয়া মেহজাবীন, সেলিম রেজা, শ্রাবনী, প্রমি, শাহদৌলা দিপু, শংকর বধু, আসলাম রাজ প্রমুখ। চিত্রগ্রহণ লাল মোহাম্মদ। এটি শাহী ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে। পরিচালক শেখ সামাদ জানান, এটি একটি বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। ১৮ মিনিট ব্যাপ্তির এই শটফিল্মটি সাবটাইটেল করে আন্তর্জাতিক উৎসবেও পাঠাবেন বলে জানান। শর্ট ফিল্মটিতে একটি গান আছে। গেয়েছেন বিপাশা। সুর দিয়েছেন প্লাবন চৌধুরী। পরিচালক শেখ সামাদের নির্মিত প্রথম শর্টফিল্ম আর কত দূর দর্শকের মনে দাগ কেটেছিল। তিনি আশা করছেন, টাইমও দর্শক মন ছুঁয়ে যাবে। শর্ট ফিল্মটি শিঘ্রই যে কোনো টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।