প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেতা নেওয়াজউদ্দিন সিদ্দিকি বলেছেন, তিনি ধারণাই করতে পারেননি রাজকুমার হিরানি সারা দুনিয়ায় এতো বড় চলচ্চিত্র নির্মাতা হিসেবে পরিচিতি পাবেন। নেওয়াজ পরিচালক হিসেবে হিরানির প্রথম চলচ্চিত্র ‘মুন্না ভাই এমবিবিএস’-এ ছোট একটি ভূমিকায় অভিনয় করেছিলেন। মাত্র কয়েকদিন আগে হিরানি এক মাস্টারক্লাসে বলেছিলেন, তিনি ভাবতে পারেননি নেওয়াজউদ্দিন এতো বড় তারকা হবেন। সুতরাং, হিরানির মন্তব্যে সাড়া দিতে গিয়ে নেওয়াজউদ্দিন বলেন, “আমি পত্রিকায় তার মন্তব্য পড়েছি। রাজকুমার হিরানি পরিচালিত‘মুন্না ভাই এমবিবিএস’ চলচ্চিত্রে ছোট একটি ভূমিকায় অভিনয় করেছিলাম। তিনি সেসময় একজন লাজুক মানুষ ছিলেন। “তিনি যখন এতো বিখ্যাত পরিচালক হয়ে গেলেন আমিও বিস্মিত হয়েছি। আমি ধারণা করিনি তিনি শুধু ভারতে নয় সারা দুনিয়ায় এত বড় চলচ্চিত্র নির্মাতা হিসেবে প্রতিষ্ঠা পাবেন। ” ‘মুন্না ভাই এমবিবিএস’ ২০০৩ সালে মুক্তি পায়। এরপর হিরানি ‘লাগে রাহো মুন্না ভাই’, ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’ এবং সর্বশেষ ‘সঞ্জু’র মত সফল চলচ্চিত্র পরিচালনা করেন। ‘মুন্নাভাই এমবিবিএস’-এ নেওয়াজউদ্দিন এক পকেটমারের ভূমিকায় অভিনয় করেছিলেন। তার অভিনয়ে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ফিল্ম ‘মান্টো’। এরপর তাকে অভিজিত পান্সে’র ‘থাকরে’ এবং রীতেশ বাত্রার ‘ফোটোগ্রাফ’ ফিল্মে দেখা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।