পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
২২ শর্তে আগামীকাল রবিবার (৩০ সেপ্টেম্বর) সোহরাওয়াদী উদ্যানে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সমাবেশের অনুমতি নিতে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করে বিএনপির দুই সদস্যের প্রতিনিধি দল।
বিএনপির প্রতিনিধি দলে ছিলেন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ সাংগঠনিক সম্পাদক আবসুদ সালাম আজাদ। তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
এ্যানী বলেন, ‘আমরা সমাবেশের অনুমতি পেয়েছি। আগামীকাল সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের জন্য সব ধরনের প্রস্তুতিও আমরা নিচ্ছি।’
রবিবার বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি। গত ২৪ সেপ্টেম্বর বিএনপি ও আওয়ামী লীগ একইসঙ্গে শনিবার (২৯ সেপ্টেম্বর) সমাবেশের ঘোষণা দেয়। পরে ডিএমপির অনুরোধে বিএনপি শনিবার সমাবেশ না করার সিদ্ধান্ত নেয়। তবে আজ রাজধানীর মহানগর নাট্যমঞ্চে নাগরিক সমাবেশ করবে আওয়ামী লীগ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।