বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামের ঐতিহ্যের আলোকে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠাই ইসলামী ছাত্রসমাজের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে ইসলামী ছাত্রসমাজ যোগ্য ও নিবেদিতপ্রাণ জনবল তৈরি করছে। সংগঠনের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গতকাল সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক গণমুখী ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করার আন্দোলনে ইসলামী ছাত্রসমাজের রয়েছে সংগ্রামী অবদান। তাই ইসলামী ছাত্রসমাজ শুধু একটি নাম নয়, এটি একটি বিপ্লব, একটি ঈমানদীপ্ত ঐতিহ্যের স্মারক। সম্মেলনের পূর্বে সকাল ৯টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে এক বর্ণাঢ্য র্যালী নিয়ে সংগঠনের সাবেক বর্তমান নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে যোগ দেন। কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ আল মাসউদ খানের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন সাবেক সভাপতি মাওলানা আব্দুল খালেক নিজামী, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারী, মাওলানা মঞ্জুরুল কাদের চৌধুরী, মাওলানা আবু তাহের খান, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা হাফেজ ছালামাতুল্লাহ, মাওলানা নুরুল কবির হিলালী, মাওলানা ইয়াসিন হাবিব, মাওলানা মুসা বিন ইজহার, সাবেক নেতা হাফেজ নজরুল ইসলাম, হাফেজ আজিজুল হক, সাবেক সংগঠন সচিব মাওলানা শরীফুর রহমান, সাবেক অর্থ সচিব রাশেদুল ইসলাম, মাওলানা মুসাদ্দেকুল মাওলা, ছাত্র জমিয়ত সভাপতি তোফায়েল গাজালী, ছাত্রমজলিস সেক্রেটারী উবায়দুর রহমান, খেলাফত ছাত্র আন্দোলনের সহসভাপতি মুহাম্মদ আরাফাত। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মহাসচিব আতিকুর রহমান সিদ্দিকী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।