মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্রিটিশ লেবার পার্টি ক্ষমতায় গেলে যুক্তরাজ্যের পক্ষ থেকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির নেতা জেরেমি করবিন। লিভারপুলে দলীয় সম্মেলনের শেষ দিনের বক্তব্যে তিনি বলেন, দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান একটি বাস্তবতা। এ কারণে তার দল ক্ষমতা গ্রহণের পরপরই যত দ্রুত সম্ভব ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ-এর প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে। বুধবার দলীয় সম্মেলনে করবিন প্রতিশ্রুতি দিয়েছেন, লেবার পার্টি ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে। ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনেরও নিন্দা জানিয়েছেন তিনি। করবিন বলেন, ‘অব্যাহত দখলদারিত্ব, অবৈধ বসতির বিস্তার ও ফিলিস্তিনি শিশুদের কারারুদ্ধ করার ঘটনা অকথ্য নিষ্ঠুরতা।’ এর আগে মঙ্গলবার লেবার পার্টির বার্ষিক সম্মেলনে আলোচ্যসূচির শীর্ষ চারটি বিষয়ের মধ্যে সর্বোচ্চ প্রাধান্য পায় ফিলিস্তিন। হাউজিং,স্কুল ব্যবস্থা ও উইন্ডরাশ প্রজন্মের সুবিচার সংক্রান্ত প্রসঙ্গের পর ফিলিস্তিন নিয়ে আলোচনা করা হয়। ব্রেক্সিট ও জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার চেয়েও বেশি সমর্থন পায় ফিলিস্তিন ইস্যু। দলের পক্ষ থেকে আনা এ সংক্রান্ত অভাবনীয় এক প্রস্তাবে বলা হয়, নাকবা’র সময় ‘বেশিরভাগ ফিলিস্তিনিকে তাদের বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে’। প্রস্তাবে ‘ইতিহাসের বিকৃতি ও ১৯৪৮ সালের যুদ্ধে ভুক্তভোগীদের নিশ্চিহ্ন করে ফেলতে আগ্রাসী পদক্ষেপ’ নেওয়ারও নিন্দা জানানো হয়। রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।