Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোরআন শরীফের পদ্যানুবাদ নিয়ে অ্যালবাম

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পবিত্র কোরআন শরীফ পদ্যানুবাদ করতে শুরু করেছিলেন। কোরআন শরীফের ৩০ পারার সুরাগুলোর কাব্যিক অনুবাদও করেছিলেন তিনি। ‘কাব্য আমপারা’ নামে বই আকারে প্রকাশ পেয়েছিল সেটি। এবার এই পদ্যগুলোর আবৃত্তি প্রকাশ হতে যাচ্ছে। কাব্য আমপারার এবার প্রকাশ হবে আবৃত্তির অ্যালবাম হিসেবে। এই পদ্যগুলোতে কণ্ঠ দিয়েছেন দুই বাংলার ২৩ আবৃত্তিশিল্পী। এরমধ্যে আছে নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের কণ্ঠে আবৃত্তি। আরও কণ্ঠ দিয়েছেন ডালিয়া পারভীনসহ ওপার বাংলার সোনালী কাজী, উজ্জল কাজী, শাহনারা কাজী প্রমুখ। কবি নজরুল সেন্টার নামের একটি প্রতিষ্ঠানের উদ্যোগে এটি প্রকাশ করছে গ্রিন ডট। প্রকাশনা প্রতিষ্ঠানের পক্ষে জানানো হয়, পবিত্র কোরআন শরীফের ৩০ নম্বর পারার সব সুরা রয়েছে এখানে। এতে থাকছে ৩৮টি পদ্যানুবাদ। ইতোমধ্যে দুই বাংলার আবৃত্তি শিল্পীররা এতে কণ্ঠ দিয়েছেন। এটি ইউএসবি সুবিধাসহ আধুনিক সংস্করণে বিপণন করা হবে। প্রতিষ্ঠানটি আরও জানায়, বাংলাদেশে এ ধরনের উপস্থাপনা প্রথমবারের মতো হতে যাচ্ছে। এটি প্রকাশ হবে শিগগিরই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোরআন

২৩ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ