Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন কার্যালয়ে সিলেট আ.লীগ

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

সিলেটে দ্রুততম সময়ের মধ্যে কার্যালয় হচ্ছে মহানগর ও জেলা আওয়ামী লীগের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশের পরই কার্যালয়ের আনুষ্ঠানিক যাত্রার অপেক্ষা এখন। তবে সে অপক্ষোর শেষ হচ্ছে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে। আজ (শুক্রবার) নগরীর সোবানীঘাটস্থ চালিবন্দরে ইব্রাহিম স্মৃতি সংসদে উদ্বোধন হবে জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়।
কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আজ বিকাল সাড়ে ৪টায় ইব্রাহিম স্মৃতি সংসদে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জানা যায়, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিনে নতুন কার্যালয়ের কার্যক্রম শুরু করবে সিলেট আওয়ামী লীগ। গত ৩০ আগস্ট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিলেট সফরে এসে বলেছিলেন, এখানে যেন নোঙর ছাড়া নৌকা, পাল ছাড়া নৌকা। যেখানে আওয়ামী লীগের কার্যালয় পর্যন্ত নেই সেখানে আওয়ামী লীগ জিতবে কেমনে? এক মাসের মধ্যে সিলেট মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয় চাই।
নতুন কার্যালয়ে আনা হয়েছে চেয়ার-টেবিলসহ প্রয়োজনীয় আসবাবপত্র।
কার্যালয়ের ব্যাপারে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেন, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে আমরা এই কার্যালয়ের কার্যক্রম শুরু করবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ.লীগ

১২ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ