Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রোহিঙ্গা নিধনকে গণহত্যা স্বীকৃতির আহ্বান

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নিধনযজ্ঞকে কী হিসেবে আখ্যায়িত করা হবে সে বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির দুই প্রভাবশালী সিনেটর। পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক চিঠিতে ওই নিধনযজ্ঞকে ‘মানবতাবিরোধী অপরাধ’ নাকি ‘গণহত্যা’ বলা হবে তা নির্ধারণের আহ্বান জানান তারা। ওই দুই সিনেটর হচ্ছেন রবার্ট মেনেনদেজ এবং টড ইয়াং। চিঠিতে বলা হয়, ‘রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর অভিযান নিয়ে অবিলম্বে একটি আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার জন্য আপনার প্রতি আহ্বান জানাচ্ছি।’ রাখাইনে রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ নিয়ে পররাষ্ট্র দফতরের প্রতিবেদন প্রকাশের একদিনের মাথায় এই চিঠি দিলেন দুই সিনেটর। পররাষ্ট্র দফতরের ওই প্রতিবেদনে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়। আর চিঠিতে সিনেটররা পম্পেও’র কাছে জানতে চান, প্রতিবেদনটি পররাষ্ট্র দফতরের আইনি পরামর্শককে দেওয়া হয়েছে কি না? রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ