রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে আকাশসীমা জয়, মিয়ানমারের সাথে সমুদ্রসীমা জয় করেছে। দেশের মানুষের আয় বেড়েছে, গড় আয়ু বেড়েছে, বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে। শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের ফলে বাংলাদেশ বিশ্ব মাঝে উন্নতির শিখরে পৌঁছেছে। দেশের অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান সৃষ্টিসহ নানা ক্ষেত্রে উন্নয়নের ফলে পৃথিবীর মাঝে বাংলাদেশকে সমীহ করে কথা বলছে উন্নত রাষ্ট্র প্রধানরা। গতকাল ব্রহস্প্রতিবার সকালে ফুলগাজী উপজেলার জিএম হাট ইউনিয়নের বশিকপুর বকশি শাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা, রাহাতেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও জিএম হাট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিনা ইয়াসমিন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ফেনী জেলা সভাপতি কাজী আবদুল বারী, উপজেলা জাসদ সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক বিনোদ বিহারী বিশ্বাস ভানু, বশিকপুর বকশি শাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি জসিম উদ্দিন ভূঁইয়া, মাদ্রাসা সুপার আবু হানিফা মোহাম্মদ হোসাইন।এ সময় অন্যান্যের মাঝে জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক রোকেয়া সুলতানা আঞ্জু, স্থানীয় আওয়ামীলীগ, ছাত্রলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।