Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫০ কোটি টাকার বাজেটে নির্মিত হবে মাসুদ রানা!

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

গোয়েন্দা গল্প মাসুদ রানা নিয়ে বাংলাদেশে বড় বাজেটের সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে মাসুদ রানার বাজেট ধরা হয়েছে ৫০ কোটি টাকা। গণমাধ্যমের কাজে এমনটাই বলেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। বর্তমানে সিনেমাটির নায়ক নায়িকা খোঁজার প্রক্রিয়া চলছে। একটি রিয়্যালিটি শোর মাধ্যমে মাসুদ রানার নায়ক-নায়িকা খুঁজে নেয়া হবে। চ্যানেল আইতে এই রিয়্যালিটি শো কিছুদিনের মধ্যে শুরু হবে। মাসুদ রানা খোঁজায় বিচারক হিসেবে কাজ করবেন চিত্রনায়ক ফেরদৌস ও পূর্ণিমা। কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজ থেকে কয়েকটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। আবদুল আজিজ বলেন, একটু বড় পরিসরেই মাসুদ রানা বানানোর পরিকল্পনা করেছি। সিনেমাটি নিয়ে আমরা আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে চাই। যেহেতু আন্তর্জাতিক বাজারে প্রবেশ করার সিনেমা, তাই সিনেমাটি বানাব আন্তর্জাতিক মানের। এর জন্য বাজেটও বড় একটা ব্যাপার। আমরা এখন পর্যন্ত হিসাব করে দেখেছি, সিনেমাটি নির্মাণের জন্য ৫০ কোটি টাকা লাগবে। তিনি জানান, মাসুদ রানা সিরিজের প্রথম পর্ব ধ্বংস পাহাড়-এর চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা। পরিচালকের বিষয়ে তিনি বলেন, মাসুদ রানা বিজ্ঞাপনটি তৈরি করেছেন অমিতাভ রেজা এবং খুব ভালো বানিয়েছেন। তাই প্রথমে তাকেই পরিচালনার প্রস্তাব দিই। কিন্তু তার কথা হলো এক মিনিটের টিভিসি বানানো আর স¤পূর্ণ সিনেমা তৈরি এক কথা নয় । তবে তিনি মাসুদ রানার সঙ্গে যুক্ত থাকতে চান । মাসুদ রানার সিনেমাটোগ্রাফার থাকবেন পাবলো ডায়াজ, যিনি অনেক বিখ্যাত হলিউড সিনেমার সিনেমাটোগ্রাফার ছিলেন। অ্যাকশন পরিচালকও হলিউড থেকে নেওয়া হচ্ছে। তার নাম ফিল টান, যিনি ট্রান্সফরমার, পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান-এর মতো সিনেমার অ্যাকশন ডিরেক্টর ছিলেন। টেকনিক্যাল টিম আসবে হলিউড থেকে। আবদুল আজিজ বলেন, ৫০ ভাগ শূটিং হবে হলিউডে। ৪০ ভাগ বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে। আর বাকি ১০ ভাগ হবে হবে চীন, থাইল্যান্ড, দুবাইয়ে। মাসুদ রানা সিনেমাটি ইংরেজি এবং বাংলা ভাষায় মুক্তি দেয়া হবে। সিনেমাটির ইংরেজি নাম ‘গজ ৯’ আর বাংলা নাম হবে মাসুদ রানা। পরে অন্য ভাষায় ডাবিং বা সাবটাইটেল হবে।



 

Show all comments
  • বাপ্পি নবী/Bappi Nabi. ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ৩:১৩ এএম says : 0
    Jiboner ordhektai (15 ta bochor) keteche Amar desher bairei.Amar jibontai keno jani rohoshshe ghera.Ekantoi Allah tawalar upor vorosha rekhe beche niyechi babar shikhiye jawa adorsho shotti o shorol poth.Baba (2015 feb 09) mara jawar por thekei jibonta ekebarei vinno dike mour nei shuru hoi ochena ek ghono kalo meghe cheye jawa nirmom ondhokar jogoter oddhai.....to be continue.....
    Total Reply(0) Reply
  • ২ নভেম্বর, ২০১৮, ১:১৫ পিএম says : 1
    এই মুভি টি শাকিব খানকে দিয়ে করানো হোক
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ